TRENDING:

Salman Khan Love life: 'সলমন আমার সঙ্গে যা করেছে, আজও ভুলতে পারিনি, ওর থেকে দূরে থাকাই ভাল!' বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা

Last Updated:
বলিউডে সোমির (Somi Ali-Salman Khan)ছোট্ট কেরিয়ারের আট বছর জুড়ে ছিলেন সলমন। তাঁরা এই দীর্ঘ আট বছর সম্পর্কে ছিলেন।
advertisement
1/8
'সলমন ভয়ানক, ওর থেকে দূরে থাকাই সব দিক দিয়ে ভাল!' বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা
•সলমন খানের (Salman Khan) প্রেমিকার সংখ্যা কত? গুনতে বসলে আপনার হাতের আঙুল কমতি পড়ে যাবে কিন্তু নামের তালিকা শেষ হবে না। ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani), মণীষা কৈরালা (Manisha Koirala), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)- কে নেই সেখানে।
advertisement
2/8
•ভাইজানের বেশিরভাগ প্রেমিকাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর খান সাহেবের মুখ দর্শন করেননি। ব্যতিক্রম সঙ্গীতা আর ক্যাটরিনা। তাঁদের সঙ্গে এখন সলমনের বেশ দুষ্টু মিষ্টি সম্পর্ক। তবে সলমনের সংসর্গ এড়িয়ে চলায় যিনি এক নম্বরে তিনি হলেন সোমি আলি (Somy Ali)!
advertisement
3/8
•বলিউডে সোমির ছোট্ট কেরিয়ারের আট বছর জুড়ে ছিলেন সলমন। তাঁরা এই দীর্ঘ আট বছর সম্পর্কে ছিলেন। কথা ছিল সলমনের বিপরীতেই ডেবিউ করবেন সোমি। যদিও সেই ছবি তৈরি হয়নি তবে প্রেম তাতে আটকায়নি।
advertisement
4/8
•সলমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলিউডে নবাগতা সোমি। বুলন্দ (Bulandh) বলে যে ছবিতে ডেবিউ করার কথা ছিল সোমির সেটা ছিল সলমনের হোম প্রোডাকশনের প্রথম ছবি। তাই নতুন মুখ খুঁজছিলেন ভাইজান। সোমিকে পছন্দ হওয়ার পর কাঠমান্ডুতে শুটিং করতে উড়ে যায় ছবির টিম। পরে অবশ্য কিছু সমস্যা দেখা দেওয়ায় মাঝপথেই আটকে যায় শুটিং।
advertisement
5/8
•সোমি বলেছেন যে তিনি তখন নতুন ছিলেন ইন্ডাস্ট্রিতে। ছবি তৈরির লেজা-মুড়ো কিছুই বুঝতেন না। তবে সলমন আর তিনি যে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করছেন সেটা বেশ বুঝতে পেরেছিলেন। আট বছর ডেট করার পর ১৯৯৯ সালে ডিসেম্বর নাগাদ তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পর আর কথা হয়নি সলমনের সঙ্গে।
advertisement
6/8
•এর পর প্রায় কুড়ি বছর পার হয়ে গিয়েছে। যদিও সলমন যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেটা আজও ভুলতে পারেননি সোমি। "আমার কাছে সলমন একেবারেই বিশ্বস্ত ছিল না, ও আমায় ঠকাচ্ছে জেনেই সম্পর্ক ভেঙে দিয়ে দূরে সরে আসি, বিস্ফোরক মন্তব্য সোমির।"
advertisement
7/8
•বয়ে যাওয়া সময়ে যে সলমনের খ্যাতি আরও বেড়েছে সেটা অবশ্য জানেন সোমি। সলমনের এনজিও সম্পর্কেও ওয়াকিবহাল তিনি। অকপটে বললেন এখন তিনিও খুশি আছেন আর সলমনও তাঁর কেরিয়ার ও জীবন নিয়ে খুশি, এটাই ভাল।
advertisement
8/8
•তবে মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে সলমনের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাতেই ভাল থাকার সন্ধান পেয়েছেন ভাইজানের একদা প্রেমিকা, সে কথাও খোলাখুলি কবুল করতে দ্বিধা বোধ করছেন না তিনি!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Salman Khan Love life: 'সলমন আমার সঙ্গে যা করেছে, আজও ভুলতে পারিনি, ওর থেকে দূরে থাকাই ভাল!' বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল