মহাভারতের কঠিনতম দৃশ্য বস্ত্রহরণ, অভিনয়ের সময় কী করেছিলেন ‘দ্রৌপদী’ রূপা গঙ্গোপাধ্যায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মর্মস্পর্শী এই দৃশ্যে অভিনয়ের এক ঘণ্টা আগে ঠিক কী করেছিলেন দ্রৌপদী! নিজের মুখে অকপট স্বীকারোক্তি৷
advertisement
1/5

করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে যখন লকডাউন শুরু হয়েছিল তখন বিভিন্ন শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল৷ দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক দূরদর্শন তখন নিজেদের বিভিন্ন চ্যানেলে রামায়ণ ও মহাভারতের সম্প্রচার শুরু হয়েছিল৷ মহাভারতের সম্প্রচার শুরু হতেই ফের দর্শকদের নয়নের মণি হয়ে ওঠে এই ধারাবাহিক৷ এই সিরিয়ালে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়৷ নিজের অভিনয় ও রূপ দিয়ে একেবারে সকল দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি৷ Photo- Collected
advertisement
2/5
রূপা ১৯৮৮ তে বিআর চোপড়ার ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন৷ এই চরিত্রে অভিনয়ের পরে দেশ জোড়া নাম হয়েছিল রূপার৷ এই চরিত্রের বিভিন্ন শেডগুলি নিজের অসম্ভব অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন৷ অত্যন্ত কঠিন এই চরিত্রকে ফুটিয়ে তুলতে একেবারে নিজের আত্মস্থ করে নিয়েছিলেন তিনি৷ Photo- Collected
advertisement
3/5
মহাভারতের একটি অসম্ভব গুরুত্বপূর্ণ দৃশ্য বস্ত্রহরণ- সেই দৃশ্যে অভিনয় করার সময় সত্যি সত্যি কান্নায় ভেঙে পড়েছিলেন রূপা৷ দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য এতটাই বেদনাদায়ক ছিল যে অ্যাক্টিংয়ের সময় হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন তিনি৷ Photo- Collected
advertisement
4/5
রূপার কান্না থামতে আসরে নামতে হয় খোদ পরিচালক ও সহ অভিনেতাদের৷ একঘণ্টা ধরে কান্নার পরে শান্ত হন তিনি৷ তবে এত কান্নাকাটির পরেও যখন তিনি শট দিচ্ছিলেন তখন এক টেকেই সেই শট ওকে করেন তিনি৷ Photo- Collected
advertisement
5/5
প্রথমে এই দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার জন্য জুহি চাওলাকে বেছেছিলেন পরিচালক ও প্রযোজকরা৷ কিন্তু সে সময় তিনি সিনেমার কাজে ব্যস্ত থাকায় এই রোল রিজেক্ট করেছিলেন ৷ তাই রোল আসে রূপার কাছে৷ যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়৷ Photo- Collected