TRENDING:

পাঁচতারা হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা! রাহুল বোসকে ২টো কলার জন্য ৪৪২ টাকার বিল দেওয়ার জের

Last Updated:
advertisement
1/6
পাঁচতারা হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা! রাহুল বোসকে ৪৪২ টাকার বিল দেওয়ার জের
♦ দুটো কলার দাম ৪৪২ টাকা ৫০ পয়সা (জিএসটি সমেত) ৷ চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে থাকাকালীন বলিউড অভিনেতা রাহুল বোসকে বিল ধরিয়েছিল হোটেল কর্তৃপক্ষ ৷
advertisement
2/6
♦ আর সেই কথা সর্বসমক্ষে এনেছিলেন অভিনেতা ৷ তা নিয়ে কম জলঘোলা হয়নি ৷ তবে এ বার সেই ঘটনায় কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে ৷
advertisement
3/6
♦ চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে শো-কজ নোটিশ পাঠাল এক্সাইস অ্যান্ড ট্যাক্সেশন বিভাগ। শো-কজ নোটিশের মূল বক্তব্য, কোন অধিকারে আইনত করমুক্ত কাঁচা ফলের ওপর জিএসটি বসাল ওই পাঁচতারা হোটেল।
advertisement
4/6
♦ অ্যাসিসটান্ট এক্সাইস অ্যান্ড ট্যাক্সেশন কমিশনার (এইটিসি) রাজীব চৌধুরি একটি সংবাদ মাধ্যমকে জানান, “আমরা শো-কজ নোটিশ দিয়ে এটাই জানতে চেয়েছি যে তাজা ফল, যা কিনা ট্যাক্স ফ্রি, তার ওপর কীভাবে ট্যাক্স বসানো হলো।” এখানে যে প্রশ্ন অনুচ্চারিত থাকছে, তা হলো এই – ওই হোটেলে কি তবে সমস্ত অতিথিকেই ফলের ওপর ট্যাক্স দিতে হয়? উত্তর যদি হ্যাঁ হয়, তবে ওই ট্যাক্সের টাকা কোন খাতে জমা পড়ছে?
advertisement
5/6
♦ এই নোটিশ যে জারি হতে চলেছে, তা অবশ্য বোঝা গিয়েছিল বুধবারই। সোমবার টুইটারে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন রাহুল। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরেই নড়েচড়ে বসেন চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার এবং এক্সাইস অ্যান্ড ট্য়াক্সেশন কমিশনার মণদীপ সিং ব্রার।
advertisement
6/6
♦ বুধবার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি ওই পাঁচতারা হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছে ট্যাক্সেশন ডিপার্টমেন্ট ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
পাঁচতারা হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা! রাহুল বোসকে ২টো কলার জন্য ৪৪২ টাকার বিল দেওয়ার জের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল