‘‘রণবীরের সামনে আমি এতটা উলঙ্গ হতে পারি’’ বিয়ের আগেই যা বলতেন মস্তানি দীপিকা
Last Updated:
advertisement
1/7

দীর্ঘদিনের প্রেমের পর এবার বিয়ের বন্ধনে বাধা পড়লেন দীপিকা -রণবীর ৷ ইতালি এখন তাঁদের লাল রঙের উত্তাপে নিজেকে সেঁকে নিচ্ছে ৷ এরই মধ্যে তাঁদের দীর্ঘ সময়ের সম্পর্কের আনাচকানাচ নিয়ে আলোচনা আর থামার নামই নিচ্ছে না ৷ Photo- Instagram
advertisement
2/7
দীপিকা -রণবীরের অনস্ক্রিন কেমিস্ট্রি ‘রামলীলা’ ছবিতে আগুন লাগিয়ে দিয়েছিল ৷ তাই সেই রামলীলার দিনেই বিয়ের তারিখ ঠিক করেছিলেন ‘জাস্ট ম্যারেড ’ কাপল ৷ কারণ এই ছবি তাঁদের দু‘জনেরই হৃদয়ের ভীষণ কাছের ৷ Photo -File
advertisement
3/7
দীপিকা -রণবীরের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা অনেক দিনের ৷ আর সেটা নিয়ে অবশ্য প্রথম দিকে কেউই প্রকাশ্যে মুখ খুলতেন না ৷ Photo -File
advertisement
4/7
তবে এই সম্পর্ক নিয়ে প্রথম প্রকাশ্যে কথা বলা শুরু করেছিলেন রণবীর সিং ৷ তিনি সর্বসমক্ষে সুযোগ পেলেই দীপিকার প্রশংসা করার সুযোগ ছাড়তেন না ৷ Photo -File
advertisement
5/7
তবে দীপিকাও নিজেদের কোর্টশিপ পর্বে রণবীরকে দারুণ এক সার্টিফিকেট দিয়েছিলেন ৷ Photo -File
advertisement
6/7
বাজীরাও -র মস্তানি একটি বোল্ড স্টেটমেন্ট দিয়েছিলেন রণবীর সিং সম্পর্কে ৷ তিনি বলেছিলেন , ‘‘আমি খুব আবেগপ্রবণ, নরম,সহজে আঘাত পাই ৷ কিন্তু রণবীরের সামনে আমি এতটা উলঙ্গ হতে পারি, কারণ জানি ও কখনই আমার দুর্বলতার সুযোগ নেবে না ৷ ’’ Photo -File
advertisement
7/7
রামলীলা, বাজীরাও মস্তানি হয়ে পদ্মাবত তিনিটি বিগ ব্লকবাস্টারে সারা ভারতের দর্শকের মন জয় করেছে দীপবীর জুটি ৷ এবার এই দারুণ বিশ্বাসের শপথ মাথায় রেখেই দাম্পত্যের ইনিংসে সফল পার্টনারশিপের অভিনন্দন সকলের ৷ Photo -File