advertisement
1/5

অনেক রকম মামলার কথাই শুনেছেন, কিন্তু ২৫ পয়সার মামলার কথা এই প্রথম শুনবেন ৷ এ বাজারে ২৫ পয়সারই মানহানির মামলা করে বসলেন যিনি, তিনি আর কেউ নন রাখি ৷ Photo: Collected
advertisement
2/5
রাখি সাওয়ন্তের নতুন ভেলকি এই ২৫ পয়সার মানহানির মামলা ৷ যা শুনে সকলেই হাসছেন ৷ তবে এব্যাপারে দারুণ যুক্তি দিয়েছেন রাখি ৷ Photo: Collected
advertisement
3/5
তনুশ্রী দত্তের বিরুদ্ধে এই মানহানির মামলা ৷ প্রথমে রাখিই তনুশ্রীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন ৷ নানা পাটেকরের বিরুদ্ধে করা তনুশ্রীর অভিযোগ সব মিথ্যে বলেন রাখি ৷ এর পাশাপাশি তনুশ্রীর দ্বারা ধর্ষিত হয়েছেন তিনি, বলেন রাখি ৷ পাল্টা রাখির বিরুদ্ধে মুখ খোলেন তনুশ্রী ৷ ব্যাস মানহানির মামলা করে বসেন রাখি !Photo: Collected
advertisement
4/5
২৫ কোটির মামলার কথা করবেন ভেবেছিলেন রাখি ৷ কিন্তু তনুশ্রীর মা-বাবার কথা ভেবে নাকি সেই থেকে বিরত থেকেছেন তিনি ৷ Photo: YouTube
advertisement
5/5
২৫ পয়সার মামলা নিয়ে আরও যুক্তি দেয়েছেন রাখি ৷ বলেছেন তনুশ্রী যোগ্যতার কথা মাথায় রেখেই নাকি তার এই সিদ্ধান্ত ! বুঝুন ৷ কোর্টে গিয়ে নানা কথা বলছেন রাখি, তবে বুঝতে পারছেন না যে এমন সব বক্তব্যতে তিনিই হাসির খোরাক হচ্ছেন ৷ Photo: Collected