Rajkumar Rao Patralekhaa Wedding: ১০ বছরের সহবাস! বিয়ের পিঁড়িতে রাজকুমার রাও-পত্রলেখা! 'তারকা-বিয়ের' পোশাকে ফের সব্যসাচী?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rajkumar Rao Patralekhaa Wedding: বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে নিরিবিলিতে বিয়ের পিঁড়িতে বসেছেন বলি অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা পাল।
advertisement
1/10

গুঞ্জন ছিল আগেই। এবার বাড়ল শোরগোল। আর তার কেন্দ্রে রাজকুমার রাও এবং তাঁর প্রেমিকা পত্রলেখা। কথায় আছে না, বিয়ের খবর লুকনো যায় না। ঠিক ফাঁস হবেই! আর তাই হল।
advertisement
2/10
আগেই বলিউডের গুঞ্জনে শোনা গিয়েছিল বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা নাকি বিয়ে করতে চলেছেন। জানা গিয়েছিল, নভেম্বর মাসেই বিয়ে করবেন তাঁরা।
advertisement
3/10
এবার বলিউডে তুমুল শোরগোল বুধবারই চণ্ডীগড়ে বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা (Patralekhaa Mitra)। তবে নিজেদের বিয়ের খবরকে একেবারেই খবরের শিরোনামে আনতে চাননি রাজকুমার। তবে সরগরম সোশ্যাল মিডিয়া।
advertisement
4/10
বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে নিরিবিলিতে বিয়ের পিঁড়িতে বসেছেন বলি অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা পাল। দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরিণতি পেতে চলেছে নাকি বৃহস্পতিবারই। চন্ডীগড়েই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের উপস্থিতিতেই চারহাত এক হবে রাজকুমার ও পত্রলেখার।
advertisement
5/10
দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরিণতি পেতে চলেছে নাকি বৃহস্পতিবারই। চন্ডীগড়েই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের উপস্থিতিতেই চারহাত এক হবে রাজকুমার ও পত্রলেখার।
advertisement
6/10
এর আগে শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল রাজস্থানের জয়পুরে বিয়ে করতে চলেছেন (Rajkumar Rao) রাজকুমার ও পত্রলেখা (Patralekhaa paul)।। কিন্তু ঘনিষ্ঠ সূত্র বলছে, চন্ডীগড়ের সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা।
advertisement
7/10
শুধু তাই নয়, শোনা যাচ্ছে ডিজাইনার সব্যসাচীর বানানো বিয়ের পোশাক পরতে চলেছেন ৩২ বছর বয়সী অভিনেত্রী পত্রলেখা পাল। জানা যাচ্ছে শিলং-কন্যা পত্রলেখার জন্য বিশেষ পোশাকটি বানিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়। অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউডের সাম্প্রতিক তারকাদের বিয়ের পোশাক বানিয়েছেন বিখ্যাত এই বাঙালি ডিজাইনার।
advertisement
8/10
জানা যাচ্ছে শিলং-কন্যা পত্রলেখার জন্য বিশেষ পোশাকটি বানিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়। অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউডের সাম্প্রতিক তারকাদের বিয়ের পোশাক বানিয়েছেন বিখ্যাত এই বাঙালি ডিজাইনার।
advertisement
9/10
ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের উপস্থিতিতেই চারহাত এক হবে (Rajkumar Rao) রাজকুমার ও পত্রলেখার (Patralekhaa paul)। তবে পুরো বিষয়টিই মিডিয়ার আড়ালে রেখেই করতে চাইছেন রাজকুমার ও পত্রলেখা। অতিমারির কথা মাথায় রেখেই নাকি ছিমছাম আয়োজন করেছেন এই প্রেমিক জুটি।
advertisement
10/10
শোনা যাচ্ছে আগামী ১৩ নভেম্বর রিসেপশন হবে (Rajkumar Rao) রাজকুমার ও পত্রলেখার (Patralekhaa paul) । তবে এখনও পর্যন্ত নিমন্ত্রিতদের তালিকাও প্রকাশ্যে আসেনি। বলিউডের কারা উপস্থিত থাকছেন রাজকুমারের রিসেপশনেও তাও জানা যায়নি।