TRENDING:

Raj Kundra Arrested: কীভাবে তৈরি হত পর্নগ্রাফি ছবি, কীভাবে তা ছড়িয়ে পড়ত, জানুন

Last Updated:
হোথিত মুভিজের খবর পাওয়া যায়৷ যেটা একটা মোবাইল অ্যাপ৷ এতেই ভিডিও আপলোড হয়ে যেত৷ অশ্লীল ভিডিও দেখার সময় এই অ্যাপের সাহায্য নিতে হত৷
advertisement
1/4
Raj Kundra Arrested: কীভাবে তৈরি হত পর্নগ্রাফি ছবি, কীভাবে তা ছড়িয়ে পড়ত,জানুন
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-র স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সোমবার গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে৷ অশ্লীল ছবি তৈরি করা তারপর বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া এই কাণ্ডেই গ্রেফতার হলেন রাজ কুন্দ্রা (Raj Kundra Arrest)৷ তাঁর গ্রেফতার হওয়ার খবর দ্রুত গতিতে সর্বত্র ছড়িয়ে পড়ে৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনায় তাঁকে মূল চক্রী এই অপরাধে গ্রেফতার করেছে৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণে তথ্য প্রমাণ রয়েছে৷ জেনে নিন এই মামলার পুরো আভ্যন্তরীন ঘটনা৷
advertisement
2/4
রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই বছরের ৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের মালবানী ক্রাইম ব্রাঞ্চে কেস দায়ের হয়েছিল৷ তাঁর অপরাধ সংখ্যা 103/2021 অধীনে মামলা দায়ের হয়েছিল৷ ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ২৯২, ২৯৩, ৪২০, ৩৪ এবং তথ্য ও প্রৌদ্যৌগিকী নিয়মের অধীনে ৬৭ ও ৬৭ এ ধারা দেওয়া হয়েছে৷
advertisement
3/4
অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে পর্নগ্রাফি ছবি ডিস্ট্রিবিউট করছিল৷ এই খবর পেতেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ প্রপার্টি সেল এই নিয়ে তদন্ত শুরু করে৷ খবর পাওয়া যায় মলাড পশ্চিমের মডগাঁওতে অশ্লীল ভিডিও-র শ্যুটিং চলছিল৷ খবরপেয়েই এপিআই লক্ষ্মীকান্ত সালুংখে বাংলোতে পৌঁছে যান৷ সেখানে ন্যুড ভিডিও-র শ্যুটিং চলছিল৷
advertisement
4/4
প্রাথমিক তদন্তে পুলিশ অভিযুক্তদের কাছে থেকে মোবাইল উদ্ধার করেছে৷ তাদের কাছ থেকে হোথিত মুভিজের খবর পাওয়া যায়৷ যেটা একটা মোবাইল অ্যাপ৷ এতেই ভিডিও আপলোড হয়ে যেত৷ অশ্লীল ভিডিও দেখার সময় এই অ্যাপের সাহায্য নিতে হত৷ টাকা দিয়ে এই অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হত৷ কিছু গ্রুপের কাছে এখনও মোবাইল অ্যাপলিকেশন রয়েছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raj Kundra Arrested: কীভাবে তৈরি হত পর্নগ্রাফি ছবি, কীভাবে তা ছড়িয়ে পড়ত, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল