প্রথমবার ছেলে কোলে নিয়ে কী বললেন ‘বাবা’ রাজ, নিজেই সে কথা জানালেন উচ্ছ্বসিত রাজ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মায়ের পর এবার সন্তানের সঙ্গে ছবি পোস্ট টলিউডের হিট ডিরেক্টর বাবা-র৷
advertisement
1/5

মা হওয়ার অনুভূতি একেবারে আলাদা৷ পৃথিবীর কোনও শব্দভান্ডারই এই অনুভূতিকে বর্ণনা করার মতো সক্ষম নয়৷ সন্তান জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতকে নিয়ে নিজের প্রথম ছবি শেয়ার করেন৷ ছবিতে শুভশ্রীর চোখে মুখে দেখাযাচ্ছে এক অনাবিল আনন্দ৷ তাঁর মুখে৷ না দরকার হয়েছে মেকআপের গ্লো না দরকার হয়েছে হাজার ওয়াটের আলো৷ সন্তানকে পাশে সদ্য প্রসূতির আনন্দ তাঁর এই ছবিকে একেবারে অন্য স্তরে নিয়ে গেছে৷ Photo- Courtesy- Twitter
advertisement
2/5
রাজ-শুভশ্রীর ছেলের নাম YuvaanChakraborty, অর্থাৎ যুবান চক্রবর্তী৷ মা শুভশ্রী নিজের পোস্টে লিখেছেন We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all ... অর্থাৎ আমাদের পুত্র সন্তান হয়েছে!! যুবান সকলকে হ্যালো বলছে...৷ Photo- Courtesy- Twitter
advertisement
3/5
খুশিতে ডগমগ নতুন বাবা রাজ! অপেক্ষা আর সইছিল না... কবে ছোট্টটা আসবে? রীতিমত দিন গুনছিলেন টলিউডের এই পাওয়ার কাপল! গত কয়েক মাসের মধ্যেই রাজ-শুভশ্রীর জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে । শুভশ্রীর সাধের ঠিক পরপরই অসুস্থ হয়ে পড়েন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাজও সংক্রমিত হয়ে পড়েন । যদিও রাজকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তিনি হোম আইসোলেশনেই ছিলেন , কিন্তু রাজের বাবার মৃত্যু হয়।Photo- Courtesy- Instagram
advertisement
4/5
সন্তানকে প্রথমবার কোলে নিয়ে ‘বাবা’ এদিন দারুণ খুশি৷ খুদেকে সাদা কাপড় জড়ানো আর ছেলের মুখের প্রতিটা ইঞ্চি যেন নিজের মনে গেঁথে নিচ্ছেন টলিউডের অন্যতম হিট ডিরেক্টর রাজ চক্রবর্তী৷ Photo- Courtesy- Twitter
advertisement
5/5
নিজের ট্যুইটে রাজ লিখেছেন Dreams do come true. Today we have been blessed with our new born child, YUVAAN, our baby boy. Mother and child both are safe and healthy. Please shower your blessings and love for our little one. #YuvaanChakrabarty- অর্থাৎ স্বপ্নও সত্যি হয়, আজ আমাদের সন্তান জন্মাল, আমরা সৌভাগ্যবান, যুভান আমাদের ছেলে৷ মা ও ছেলে দুজনেই সুস্থ আছে৷ আমাদের ছোট্টটার জন্য আপনাদের আশীর্বাদ দেবেন৷ Photo- Courtesy- Twitter