সন্ধ্যায় নিক-প্রিয়াঙ্কার বাগদান, সকাল দশটা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান
Last Updated:
advertisement
1/16

লম্বা সময় ধরেই চর্চায় রয়েছেন নিক-প্রিয়াঙ্কা ৷ তাঁদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা মোটামুটি পাকা, এ খবর আগেই জানিয়েছে বিভিন্ন মিডিয়া ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/16
তবে তাঁদের সম্পর্ক নিয়ে এক্কেবারে মুখ খোলেননি এই দুই তারকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/16
শোনা গিয়েছে,লন্ডনে ইতিমধ্যেই বাগদান হয়ে গিয়েছে ৩৬ বছরের প্রিয়াঙ্কা ও ২৫ বছরের নিকের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/16
আর এবার সেই সম্পর্ককে গোটা বিশ্বের সামনে আনুষ্ঠানিভাবে পরিচয় করিয়ে দেওয়ার পালা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/16
আর সেই কারণেই নাকি মুম্বইয়ে প্রিয়াঙ্কার বাসভবনে এলাহি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/16
সেই অনুষ্ঠানের তোড়জোর শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই ৷ গতকাল সন্ধ্যা থেকেই ফুল দিয়ে বাড়িটি সাজানো শুরু হয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/16
শনিবার সন্ধ্যায় এক্কেবারে পাঞ্জাবি রীতিনীতি মেনেই ‘রোকা’অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে বলে খবর ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/16
আজ সকাল দশটা থেকেই পুজো-অর্চনা শুরু হয়ে গিয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/16
সকালের দিকে পুজোর সামগ্রী হাতে পুরোহিতকে প্রিয়াঙ্কার বাংলোতে ঢুকতে দেখা গিয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
10/16
অন্যদিকে, প্রিয়াঙ্কার বাড়িতে আসতে শুরু করেছেন প্রিয়াঙ্কার আত্মীয় পরিজন ও অন্যান্যরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
11/16
শোনা যাচ্ছে, এনগেজমেন্টের পরেই ভারত ছাড়বেন নিক ৷ তবে কয়েকদিন এখানেই থেকে যাবেন ‘পিগি চপস’৷ তাঁর আপমকামিং বলিউড প্রজেক্ট ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শ্যুটিংয়ের জন্য এ দেশেই থাকবেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
12/16
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে, ভারতে এসে পৌঁছলেন নিক জোনাসের মা ও বাবা ৷ (Image: Viral Bhayani)
advertisement
13/16
সেই কারণেই নাকি গতকাল বৃহস্পতিবার রাতে, ভারতে এসে পৌঁছলেন নিক জোনাসের মা ও বাবা ৷ (Image: Viral Bhayani)
advertisement
14/16
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করাতেই তাঁর পরিবারকে এ দেশে নিয়ে এসেছেন নিক ৷ (Image: Viral Bhayani)
advertisement
15/16
বিমানবন্দরে যখন নিক জোনাসের বাবা এসে পৌঁছন , তখন তাঁর হাতে লন্ডনের একটি নামী অলঙ্কার বিপণী ‘টিফানি এন্ড কোম্পানি’র ব্যাগ দেখা গিয়েছে ৷ যার থেকে ধারণা যে, নিক তাঁর বাগদত্তা প্রিয়াঙ্কার জন্য সেখান থেকে এনগেজমেন্ট রিং কিনেছেন ৷ (Image: Viral Bhayani)
advertisement
16/16
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থের পাশাপাশি গোটা চোপড়া পরিবারের সঙ্গেই আলাপ করিয়ে দেবেন নিক ৷ এমনটাই খবর ৷ (Image: Viral Bhayani)