Olympic Games এ সোনা জয়ী অ্যাথলিট খুলে ফেললেন পরণের কাপড়, সোশ্যাল মিডিয়ায় করলেন ছবি পোস্ট!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
উর্ধ্বাঙ্গে রাখলেন না একটা সুতোও, তারপরেও দিলেন সপাট উত্তর৷
advertisement
1/6

Olympics এ সোনা জয়ী অ্যাথলিট অস্ট্রেলিয়ার তোরাহ জেন ব্রাইট একটি ছবি নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা৷ তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই শুরু হয় চর্চা৷ তবে ট্রোলকারীদের এমন জবাব দিলেন যে তাঁদের মুখে কার্যত সেলোটেপ৷ (PC: Torah Bright Instagram)
advertisement
2/6
২০১০ উইন্টার অলিম্পিক্সে সোনা জয়ী ও ২০১৪-র রুপো জয়ী স্নো বোর্ডার তোরহা এক সপ্তাহ আগে নিজের স্বামী ও সন্তানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন৷ এরমধ্যে একটি ছবিতে নিজের ১০ মাসের শিশুকে স্তন্যপান করাচ্ছিলেন দেখা গিয়েছিল৷ (PC: Torah Bright Instagram)
advertisement
3/6
এরপর তিনি ফের একটি যোগাভ্যাগের ছবি পোস্ট করেন৷ সেখানে তাঁর শরীরের উর্ধ্বাঙ্গে ছিল না একটা সুতোও৷ (PC: Torah Bright Instagram)
advertisement
4/6
তিনি জানিয়েছেন মা হওয়ার পর তাঁর শরীরে একটাই জিনিস ছড়িয়েছে তা হল আধ্যাত্ম৷ তাঁর অন্তঃকরণ এখন শুদ্ধ৷ (PC: Torah Bright Instagram)
advertisement
5/6
এই ছবিতেও তাঁকে ঘিরে বিস্তর সমালোচনা শুরু হয়েছে৷ তিনি এতে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন৷ তোরাহ লিখেছেন কিছু কমেন্ট তাঁকে খুবই নিরাশ করেছে৷ তাঁর মতে একে অপরের মা-কে সবসময়েই উৎসাহিত করা উচিত৷
advertisement
6/6
তাঁর মধ্যে সন্তানের মায়ের মধ্যে শুধুমাত্র মাতৃত্ব দেখা উচিত৷ নগ্ননতার কোনও জায়গা নেই৷ এর কোনও ঠিক-ভুল হয় না৷ (PC: Torah Bright Instagram)
বাংলা খবর/ছবি/খেলা/অন্যান্য খেলা/
Olympic Games এ সোনা জয়ী অ্যাথলিট খুলে ফেললেন পরণের কাপড়, সোশ্যাল মিডিয়ায় করলেন ছবি পোস্ট!