ক্যালেন্ডারের পাতায় মাস ঘুরেছে তাপস পালের মৃত্যুর, বিশেষ ছবি পোস্ট করলেন স্ত্রী নন্দিনী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
একেবারে না দেখা তাপস পালের স্পেশাল ছবি পোস্ট করলেন স্ত্রী নন্দিনী
advertisement
1/8

স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন ৷ কিন্তু তাপস পালকে এখনও শুধু নিজের স্মৃতিতে মানতে নারাজ নন্দিনী, নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি এমন সব ছবি পোস্ট করেন যা দিয়ে তিনি বার্তা দিতে চান তাপস পালের নশ্বর শরীর তাঁর সঙ্গে না থকলেও তিনি সবসময়েই তাঁর সঙ্গে রয়েছেন ৷ Photo Courtesy- Faceboo
advertisement
2/8
advertisement
3/8
ফেব্রুয়ারির ১৮ তারিখ ভোর ৩:৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন সাংসদের। ৬১ বছর বয়সে প্রয়াত। হয়েছিলেন ৷ তাপল পালের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল তাঁর ফ্যানরা ৷ শোকস্তব্ধ হয়েছিল পরিবার ৷ তবে তাপস পাল এখনও তাঁদের জীবনে প্রভাব রেখেছেন ৷ বিভিন্ন সময়ে নিজেদের পুুরনো ছবি পোস্ট করছেন তাপস পত্নী নন্দিনী পাল ৷ সর্বত্রই তাঁর বার্তা এ পথ চলা থামবে না ৷ Photo Courtesy- Nandini Paul / Facebook Account
advertisement
4/8
তাপস পালের স্ত্রী নন্দিনী হোলির দিন নিজেদের বিয়ের ছবি পোস্ট করে স্মৃতিমেদুরতাকে উস্কে দিয়েছেন ৷ যা দেখে তাপস পালের ফ্যানরাও একই রকম আবেগতাড়িত ৷ Photo Courtesy- Nandini Paul / Facebook Account
advertisement
5/8
১৮ ফেব্রুয়ারি ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছিলেন ঠিক একমাসের দিন স্ত্রী নন্দিনী পোস্ট করেছিলেন তাপস পালের শেষ ছবি ৷ কলকাতা থেকে মুম্বই যখন শেষবার গিয়েছিলেন বাঙালির ঘরের এই হিরো ,সে সময় এয়ারপোর্টে তাপস পালকে এরকমই দেখতে লেগেছিল ৷ ছবির ট্যাগলাইনে নন্দিনী লিখেছেন তিনি ভেবেছিলেন সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি ৷ Photo Courtesy- Faceboo
advertisement
6/8
রঙ ছুঁয়েছিল তাদের দাম্পত্যে ৷ সেই বর্ণময় দম্পতি হোলিতে কীভাবে আনন্দ করতেন সেই ছবিও শেয়ার করলেন নন্দিনী ৷ Photo Courtesy- Nandini Paul / Facebook Account
advertisement
7/8
সিঁথিতে চওড়া করে রাঙানো সিঁদুর ৷ স্বামীকে জড়িয়ে নন্দিনী -ছবিগুলি এতটাই জীবন্ত যে সত্যিই তাঁর নশ্বর শরীরের অস্তিত্ব নেই তা সত্যিই ভাবতে আশ্চর্য লাগে ৷ Photo Courtesy- Nandini Paul / Facebook Account
advertisement
8/8
হৃদয় ছুঁয়ে যাওয়া এই মুহূর্তগুলিই আজও অম্লান কোনও নশ্বর শরীরের চলে যাওয়া কোনো পার্থক্য করে দিতে পারে না এমনটাই মত তাপস পত্নী নন্দিনীর ৷ Photo Courtesy- Nandini Paul / Facebook Account