TRENDING:

Gossip: একটা-দুটো নয়, চার-চারটে বিয়ে, ১১ সন্তানের বাবা, তারপর দুম করে গুলি চালিয়ে মেরে ফেলল সুপারস্টারকে

Last Updated:
Gossip: এমন সাংঘাতিক জীবনের গল্প যা হার মানায় টানটান রোমাঞ্চে ভরা সিনেমাকেও...
advertisement
1/6
১টা-২টো নয়, ৪-৪টে বিয়ে ১১ সন্তানের বাবা,তারপর দুম করে গুলি চালিয়ে মেরে ফেলল..
আজ এমন এক সিনেমা অভিনেতার গল্প বলব যার কথা শুনলে সিনেমার সব স্ক্রিপ্ট একেবারে ফিকে পড়ে যাবে৷ তিনি অবশ্য বলিউডের অভিনেতা নন৷ দক্ষিণ ভারতের এক ভিলেন, যিনি দক্ষিণী সিনেমায় নাম করা ভিলেন ছিলেন৷ তাঁর নাম এম আর রাধা বেশিরভাগ ছবিতে খলনায়কের ভূমিকায় কাজ করলেও অনেক ছবিতে কমেডিয়ান হিসেবেও কাজ করেছেন।
advertisement
2/6
মায়ের সঙ্গে ঝগড়ার কারণে মাত্র ৭ বছর বয়সে রাধা তাঁর বাড়ি ছেড়ে চলে যান। ডিনারে কম মাছ দিয়েছিলেন মা, তাই ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল৷ যখন তিনি তাঁর মাকে অতিরিক্ত মাছ চেয়েছিলেন, সেই সময়ে তিনি না বলেন এতেই রাধা ওইটুকু বয়সে মারাত্মক রেগে ঘর ছেড়ে চলে যান৷
advertisement
3/6
একবার বা দুবার নয় চারবার বিয়ে করেছিলেন এবং তাঁর ১১ জন সন্তান ছিল। ‘নসিব আপনা আপনা’ ছবির নায়িকা রাধিকা তাঁর মেয়ে। তাঁর স্ত্রী ছিলেন সরস্বতী, ধনলক্ষ্মী, জয়া ও গীতা। কিন্তু দুর্ভাগ্যবশত, এমজিআর গুলিবিদ্ধ হওয়ার পর, তাঁর দিকেই অভিযোগের তির ওঠে।  তারপরে তিনি ৪ বছর জেলে ছিলেন। ১৯৬৭-র ১২ জানুয়ারি রাধা এবং প্রযোজক কে.এন. মুথুকুমারন পিকচার্স-এর ভাসু অভিনেতা এবং রাজনীতিবিদ এমজি-এর সঙ্গে দেখা করেছিলেন ভবিষ্যতের প্রকল্পগুলি নিয়ে কথা বলতে৷ রামচন্দ্রনের সঙ্গে তাঁর বাড়িতে দেখা হয়েছিল। কথোপকথনের সময় রাধা হঠাৎ চেয়ার থেকে উঠে রামচন্দ্রনের বাম কানে দুবার গুলি করে দেয়।দুটি গুলিই রামচন্দ্রনের ঘাড়ে লাগে। তারপর রাধা নিজের দিকে বন্দুক দেখিয়ে নিজেকে গুলি করার চেষ্টা করেন, কিন্তু বুলেটটি তার ডান দিক ছুঁয়ে বেরিয়ে যায়৷
advertisement
4/6
রাধা এবং রামচন্দ্রনকে চেন্নাইয়ের সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁদের চিকিৎসার পর বেঁচে যায়৷ ভাসু ছিলেন গুলি চালানোর একমাত্র প্রত্যক্ষদর্শী এরপর আইনি মামলায় অভিযুক্ত হন। তিনি ১৯৬৯এ  জন্ডিসে মারা যান।
advertisement
5/6
রাধা ছিলেন একজন জনপ্রিয় থিয়েটার অভিনেতাও ছিলেন যিনি ৫০০০-রও বেশি স্টেজ শোতে অভিনয় করেছিলেন। ১০ বছর বয়সে শুরু করে, তিনি প্রথম ছোট ভূমিকায় অভিনয় করতেন৷ পরে এমন স্তরে উঠেছিলেন যে নাটকের গল্পগুলি বিশেষভাবে তাঁর চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হত৷  কৃষ্ণান-পাঞ্জু পরিচালিত নাটকটির ১৯৫৪ সালে সিনেমা হিসেবে হয়৷  তাঁর অভিনয় ব্যাপক নজর কাড়ে৷ তামিলনাড়ুতে তা ঘরে ঘরে পৌঁছে যায়৷
advertisement
6/6
রাধা ভিলেন এবং কমিক উভয় চরিত্রেই অভিনয় করেছেন। ১৯৬০ এর দশকে  তিনি সিলভার স্ক্রিনে অসম্ভব জনপ্রিয়তা পান৷  এম.জি.- রামচন্দ্রন এবং শিবাজি গণেশনের মতো অভিনেতাদের সঙ্গেও খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। অভিনয়ে তিনি যতটা দক্ষ ছিলেন ব্যক্তিগত জীবনে ততটাই বিতর্কিত ছিলেন তিনি৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Gossip: একটা-দুটো নয়, চার-চারটে বিয়ে, ১১ সন্তানের বাবা, তারপর দুম করে গুলি চালিয়ে মেরে ফেলল সুপারস্টারকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল