Shami পত্নী Hasin-র ফের bold অবতার, মাখন ত্বকে স্মার্ট -স্বল্প পোশাক, নেটিজেনরা হতবাক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মহম্মদ শামির (Mohammed Shami)-পত্নী হাসিন জাহান (Hasin Jahan)সবসময়েই সাহসী৷ তাঁর জীবনধারা, থেকে পোশাকআশাকের স্টেটমেন্ট সবেতেই তিনি একেবারে হাটকে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন সময়েই বোল্ড (Bold) অবতারে ছবি (Hot Photo) পোস্ট করে থাকেন৷
advertisement
1/6

সাদা মাখনের মতো চিকণ ত্বক, তাতে স্বল্প পোশাক জড়িয়ে তাতেই একেবারে দর্শকরা আগুন দেখছেন৷ হাসিন জাহানের সৌন্দর্য্য ও যৌবন যেন উপচে যাচ্ছে এই ছবিতে৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
2/6
মহম্মদ শামির -পত্নী হাসিন জাহান সবসময়েই সাহসী৷ তাঁর জীবনধারা, থেকে পোশাকআশাকের স্টেটমেন্ট সবেতেই তিনি একেবারে হাটকে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন সময়েই বোল্ড অবতারে ছবি পোস্ট করে থাকেন৷ ফের একাবারে হাসিনের রূপে মাত হলেন নেটিজেনরা৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
3/6
কখনও কখনও তাঁর বোল্ড ছবিতে ফ্যানরা স্পেলবাউন্ড হয়ে যান৷ আর কখনও কখনও তাঁর ছবি নিয়ে ওঠে তীব্র বিতর্কের ঝড়৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
4/6
এবার একেবারে হিন্দু বাঙালি ঘরোয়া বউ হিসেবে সেজে উঠেছেন হাসিন জাহান৷ হাতে শাঁখা -পলা, পরণে সাধাসিধে করে পরা হলুদ তাঁতের শাড়ি৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
5/6
আসলে হাসিন বিয়ের আগে মডেলিং দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন৷ বিয়ে নিয়ে ফের গণ্ডগোল হওয়ার পর ফের সেই জগতেই ফেরেন৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
6/6
তাঁর ইচ্ছা এই পেশার সঙ্গে নিজেকে যুক্ত রাখা৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook