তারকা বাবা-মায়ের রক্তই তাঁর শরীরে, তাই যা করেন সেটাই সেরা, মাসাবার বিকনি ছবিতে আগুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিকিনি পরা লংশট নয়, একদম কাছাকাছি হট অ্যান্ড হ্যাপেনিং...
advertisement
1/5

ডিজাইনার মাসাবা গুপ্তা নিজের নামেই বিখ্যাত৷ তবে তাঁর রক্তে রয়েছেন দুই অতি বিখ্যাত মানুষের রক্তের গুণ৷ অতীতের বিখ্যাত তারকা ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস তাঁর বাবা, আর তাঁর মা ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী নীনা গুপ্তা৷ তাঁদের মেয়ে শুধুমাত্র ফ্যাশন ডিজাইনার নন৷ তিনি তাঁর ভীষণ পারফেক্ট ফিগার নিয়ে দুরন্ত মডেলও৷ Photo Courtesy- Masaba Gupta/Instagram
advertisement
2/5
একাধিক বড় ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর ছবি কামাল করে দেয়৷ তিনি একই সঙ্গে বোল্ড অ্যান্ড বিউটিফুল৷ Photo Courtesy- Masaba Gupta/Instagram
advertisement
3/5
তাঁর ছবিতেও আগুন লাগে সোশ্যাল মিডিয়ায়৷ Photo Courtesy- Masaba Gupta/Instagram
advertisement
4/5
এই মুহূর্তে তিনি ম্যাক্সিমাম সিটিতে রয়েছেন৷ কিন্তু তাঁর মাথায় রয়েছে মলদ্বীপের দুরন্ত ছুটি কাটানোর মুহূর্তগুলি৷ Photo Courtesy- Masaba Gupta/Instagram
advertisement
5/5
মাসাবা গুপ্তার বিকনি পরে সূর্যস্নানের ছবি পোস্ট হওয়ামাত্রই সুপার ভাইরাল হয়েছে৷ ছবিটা পুরনো হলেও এখনও ফ্যানদের লাইক পাচ্ছে ঝড়ের গতিতে৷ Photo Courtesy- Masaba Gupta/Instagram