TRENDING:

অমিতাভ থেকে জ্যাকলিন, রজনীকান্ত থেকে বোমন ইরানি, এঁদের ‘এই’ খবরগুলো জানেন কি!

Last Updated:
তারকাদের এমন সব সিক্রেট যা জানলে আপনি চমকে উঠবেন...
advertisement
1/11
অমিতাভ থেকে জ্যাকলিন, রজনীকান্ত থেকে বোমন ইরানি, এঁদের ‘এই’ খবরগুলো জানেন কি!
Bollywood আসা একাধিক তারকা যাঁরা সিলভার স্ক্রিনে রাজত্ব করেন তাঁরা একসময় কাজ চেয়ে এক দুয়ার থেকে অন্য দুয়ারে ঘুরেছেন৷ কিন্তু তাঁদের কেউ কাজ দেয়নি৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অক্ষয় কুমার (Akshay Kumar), বোমন ইরানি-র সঙ্গে সঙ্গে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) একাধিক অভিনেতা নিজেদের দমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে৷ এঁরা প্রত্যেকই অভিনয়ের আগে কাজের জন্য অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন৷ (Photo Courtesy/Instagram)
advertisement
2/11
বলিউডের শেহনশা অমিতাভ বচ্চন অভিনয় আসার আগে একটি শিপিং ফার্মে চাকরি করতেন৷ এছাড়া ব্রোকারের কাজও করতেন৷ যে গলার জাদু সারা ভারত তথা বিশ্বের বিনোদন দুনিয়ায় তুফান তোলে সেই গলাকে অডিশনে পাস করতে দেয়নি অল ইন্ডিয়া রেডিও৷ (Photo Courtesy/amitabhbachchan/Instagram)
advertisement
3/11
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এখন ফিল্ম ইন্ডিস্ট্রিতে সবচেয়ে বেশি রোজগার করা অভিনেতাদের মধ্যে অন্যতম৷ অক্ষয় সিনেমায় অভিনয় করার আগে ওয়েটার, শেফ, সেলসম্যান, মার্শল আর্টের কাজও করতেন৷ ১৯৯১সালে সৌগন্ধ তাঁর বলিউডে প্রথম ছবি৷ (Photo Courtesy/:akshay/Instagram)
advertisement
4/11
জ্যাকলিন ফার্নান্ডেজ বলিউডের খুব সুন্দরী আর দাপুটে অভিনেত্রী৷ ফিল্মে আসার আগে জ্যাকলিন শ্রীলঙ্কার এক টিভি চ্যানেলে রিপোর্টার ছিলেন৷ (Photo Courtesy/: jacquelinef143Instagram)
advertisement
5/11
রজনীকান্ত পুরো দেশে সুপারস্টার তিনি কুলি, বাস কন্ডাকটর সব কিছু কাজ করেছিলেন৷ (Photo Courtesy/:rajinikanth/Instagram)
advertisement
6/11
ধুমের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামকে কে না চেনেন তিনি এর মিডিয়া প্ল্যানার ছিলেন৷ (Photo Courtesy/:thejohnabraham/Instagram)
advertisement
7/11
রণবীর সিং এখন বলিউডের বড় স্টার৷ তবে বিভিন্ন চরিত্রে অসম্ভব ভাবে মিশে যাওয়া রণবীর একটি অ্যাড এজেন্সিতে কাজ করতেন৷ (Photo Courtesy/:ranveersingh/Instagram)
advertisement
8/11
পরিণীতি চোপড়া বলিউডে অভিষেক করার আগে লন্ডনের এক ফার্ম ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ছিলেন৷ এরপর যশ রাজ ফিল্মের পাবলিক রিলেশন দলে ইন্টার্নের কাজ করতেন৷ (Photo Courtesy/:/parineetichopra/instagram)
advertisement
9/11
বোমন ইরানি ২০০৩ -এ মুন্না ভাই এমবিবিএস ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটান৷ তিনি এর আগে একটি ফাইভ স্টার হোটেলে সাপোর্ট স্টাফের কাজ করতেন৷ (Photo Courtesy/:/boman_irani/Instagram)
advertisement
10/11
আরশাদ ওয়ারসি ফিল্মে আসার আগে বাড়ি -বাড়ি গিয়ে কসমেটিক্স বিক্রি করতেন৷ তিনি পরিবার চালানোর জন্য ফটো ল্যাবরেটরিতেও কাজ করতেন৷ ১৯৯৩ সালে রূপ কি রাণী, চোরো কি রাজা ছবি দিয়ে ফিলমি কেরিয়ার শুরু করেন৷ Photo Courtesy/:/arshad_warsi /Instagram)
advertisement
11/11
নওয়াজ উদ্দিন সিদ্দিকের অভিনয়ে মুগ্ধ সকলেই৷ তিনি দিল্লির ন্যাশানাল স্কুল অফ ড্রামা -তে লেখাপড়া করেছেন৷ তিনি নিজের খরচ চালানোর জন্য বাড়িতে ওয়াচম্যান থেকে ওষুধের দোকানের কর্মচারী সব হিসেবে কাজ করেছেন৷ Photo Courtesy/:/:nawazuddin._siddiqui/Instagram)
বাংলা খবর/ছবি/বিনোদন/
অমিতাভ থেকে জ্যাকলিন, রজনীকান্ত থেকে বোমন ইরানি, এঁদের ‘এই’ খবরগুলো জানেন কি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল