অমিতাভ থেকে জ্যাকলিন, রজনীকান্ত থেকে বোমন ইরানি, এঁদের ‘এই’ খবরগুলো জানেন কি!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তারকাদের এমন সব সিক্রেট যা জানলে আপনি চমকে উঠবেন...
advertisement
1/11

Bollywood আসা একাধিক তারকা যাঁরা সিলভার স্ক্রিনে রাজত্ব করেন তাঁরা একসময় কাজ চেয়ে এক দুয়ার থেকে অন্য দুয়ারে ঘুরেছেন৷ কিন্তু তাঁদের কেউ কাজ দেয়নি৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অক্ষয় কুমার (Akshay Kumar), বোমন ইরানি-র সঙ্গে সঙ্গে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) একাধিক অভিনেতা নিজেদের দমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে৷ এঁরা প্রত্যেকই অভিনয়ের আগে কাজের জন্য অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন৷ (Photo Courtesy/Instagram)
advertisement
2/11
বলিউডের শেহনশা অমিতাভ বচ্চন অভিনয় আসার আগে একটি শিপিং ফার্মে চাকরি করতেন৷ এছাড়া ব্রোকারের কাজও করতেন৷ যে গলার জাদু সারা ভারত তথা বিশ্বের বিনোদন দুনিয়ায় তুফান তোলে সেই গলাকে অডিশনে পাস করতে দেয়নি অল ইন্ডিয়া রেডিও৷ (Photo Courtesy/amitabhbachchan/Instagram)
advertisement
3/11
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এখন ফিল্ম ইন্ডিস্ট্রিতে সবচেয়ে বেশি রোজগার করা অভিনেতাদের মধ্যে অন্যতম৷ অক্ষয় সিনেমায় অভিনয় করার আগে ওয়েটার, শেফ, সেলসম্যান, মার্শল আর্টের কাজও করতেন৷ ১৯৯১সালে সৌগন্ধ তাঁর বলিউডে প্রথম ছবি৷ (Photo Courtesy/:akshay/Instagram)
advertisement
4/11
জ্যাকলিন ফার্নান্ডেজ বলিউডের খুব সুন্দরী আর দাপুটে অভিনেত্রী৷ ফিল্মে আসার আগে জ্যাকলিন শ্রীলঙ্কার এক টিভি চ্যানেলে রিপোর্টার ছিলেন৷ (Photo Courtesy/: jacquelinef143Instagram)
advertisement
5/11
রজনীকান্ত পুরো দেশে সুপারস্টার তিনি কুলি, বাস কন্ডাকটর সব কিছু কাজ করেছিলেন৷ (Photo Courtesy/:rajinikanth/Instagram)
advertisement
6/11
ধুমের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামকে কে না চেনেন তিনি এর মিডিয়া প্ল্যানার ছিলেন৷ (Photo Courtesy/:thejohnabraham/Instagram)
advertisement
7/11
রণবীর সিং এখন বলিউডের বড় স্টার৷ তবে বিভিন্ন চরিত্রে অসম্ভব ভাবে মিশে যাওয়া রণবীর একটি অ্যাড এজেন্সিতে কাজ করতেন৷ (Photo Courtesy/:ranveersingh/Instagram)
advertisement
8/11
পরিণীতি চোপড়া বলিউডে অভিষেক করার আগে লন্ডনের এক ফার্ম ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ছিলেন৷ এরপর যশ রাজ ফিল্মের পাবলিক রিলেশন দলে ইন্টার্নের কাজ করতেন৷ (Photo Courtesy/:/parineetichopra/instagram)
advertisement
9/11
বোমন ইরানি ২০০৩ -এ মুন্না ভাই এমবিবিএস ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটান৷ তিনি এর আগে একটি ফাইভ স্টার হোটেলে সাপোর্ট স্টাফের কাজ করতেন৷ (Photo Courtesy/:/boman_irani/Instagram)
advertisement
10/11
আরশাদ ওয়ারসি ফিল্মে আসার আগে বাড়ি -বাড়ি গিয়ে কসমেটিক্স বিক্রি করতেন৷ তিনি পরিবার চালানোর জন্য ফটো ল্যাবরেটরিতেও কাজ করতেন৷ ১৯৯৩ সালে রূপ কি রাণী, চোরো কি রাজা ছবি দিয়ে ফিলমি কেরিয়ার শুরু করেন৷ Photo Courtesy/:/arshad_warsi /Instagram)
advertisement
11/11
নওয়াজ উদ্দিন সিদ্দিকের অভিনয়ে মুগ্ধ সকলেই৷ তিনি দিল্লির ন্যাশানাল স্কুল অফ ড্রামা -তে লেখাপড়া করেছেন৷ তিনি নিজের খরচ চালানোর জন্য বাড়িতে ওয়াচম্যান থেকে ওষুধের দোকানের কর্মচারী সব হিসেবে কাজ করেছেন৷ Photo Courtesy/:/:nawazuddin._siddiqui/Instagram)