TRENDING:

অনুপ জলোটার সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন জসলিন মাথারু, ভক্তদের মধ্যে শুরু জল্পনা

Last Updated:
বিগ বসের ঘর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় চর্চা৷ তবে পরে অবশ্য তাঁরা জানিয়ে দেন যে গুরু-শিষ্যার সম্পর্ক রয়েছে৷
advertisement
1/6
অনুপ জলোটার সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন জসলিন মাথারু, শুরু জল্পনা
•বিগ বস ১২-র প্রতিযোগী জসলিন মাথারু ও অনুপ জলোটার বিয়ের ছবি দেখে সকলেই অবাক! বৃহস্পতিবার বর-কনের সাজে তাঁর ও অনুপ জলোটার ছবি প্রকাশ্যে আনেন জসলিন৷ তারপর থেকেই জল্পনা শুরু৷ ভক্তরা জানতে চান যে, সত্যিই কী তাঁদের বিয়ে হয়েছে?এর আগে এই জুটির প্রেম নিয়ে হয়েছিল বিস্তর চর্চা৷ বিগবসের বাড়ি থেকেই হয়েছিল শুরু৷
advertisement
2/6
•তবে আপাতত বিয়ের ছবি নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন৷ ছবিতে জসলিনকে দেখা গিয়েছে গোলাপি কাজ করা সিল্ক সালওয়ার কামিজে৷ সঙ্গে ভারী গয়নাও ছিল৷ হাতেও ছিল চূড়া৷ অনুপ জলোটার পাশে বসে তিনি৷ আর ভজন সম্রাটের পরনে শেরওয়ানি, শাল, পাগড়ি৷
advertisement
3/6
•এই ছবি সামনে আসতেই শুরু হয় নানাবিধ কমেন্ট! কেউ লেখেন, সত্যিই কি বিয়ে হয়েছে? কেউ আবার প্রশ্ন করেন আপনারা বিবাহিত? আবার অনেকে লেখেন, এটা শ্যুটিং-এর ছবি৷ ছবির নাম ওহ মেরি স্টুডেন্ট হ্যায়৷
advertisement
4/6
•এই ছবি সামনে আসতেই শুরু হয় নানাবিধ কমেন্ট! কেউ লেখেন, সত্যিই কি বিয়ে হয়েছে? কেউ আবার প্রশ্ন করেন আপনারা বিবাহিত? আবার অনেকে লেখেন, এটা শ্যুটিং-এর ছবি৷ ছবির নাম ওহ মেরি স্টুডেন্ট হ্যায়৷
advertisement
5/6
•এরপর জানা যায় আসল খবর৷ এটি সত্যিই জসলিন ও অনুপ জলোটার ছবি ইয়ে মেরি স্টুডেন্ট হ্যায়র সেট থেকে নেওয়া৷ বিগ বসের ঘর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় চর্চা৷ তবে পরে অবশ্য তাঁরা জানিয়ে দেন যে গুরু-শিষ্যার সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে৷ তবে ততদিনে তাঁদের নিয়ে রটে গিয়েছিল নানা রকমের খবর৷
advertisement
6/6
•এবছর জুলাই মাসে জসলিন জানান যে ভোপালের এক চিকিৎসকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে৷ এবং অনুপ জলোটার মাধ্যমেই তাঁদের সাক্ষাৎ হয়৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
অনুপ জলোটার সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন জসলিন মাথারু, ভক্তদের মধ্যে শুরু জল্পনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল