ICC T20 World Cup: Hardik টিকিট দেয় না, Pant-ও ব্লক করেছেন, তবুও Ind vs Pak গ্যালারিতে Urvashi Rautela
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে গ্যালারিতে গসিপ (Gossip)! হাজির উর্বশী রাউতেলা (Urvashi Rautela)৷
advertisement
1/6

বলিউডের হট সুন্দরীদের তালিকায় একদম সামনের সারিতে উর্বশী রাউতেলা৷ ক্রিকেট ও ক্রিকেটারদের সঙ্গে নিয়ে তাঁর একাধিক গসিপ৷ সেই বলি সুন্দরী একেবারে হাজির হয়ে গেলে টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে৷ সুন্দরীর এক ঝলক ক্যামেরায় আসতেই ছবি ভাইরাল সঙ্গে শুরু জবরদস্ত গসিপ৷
advertisement
2/6
টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারত বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন তিনি৷ এদিকে এর আগের বিশ্বকাপের সময়েই তাঁর হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া৷
advertisement
3/6
হার্দিক পান্ডিয়ার সঙ্গে বছর দুয়ের আগে হালকা প্রেম প্রেম ছিল উর্বশী রাউতেলার এমনই গুঞ্জন ছিল৷ কিন্তু হঠাৎই হার্দিক সর্বসমক্ষে ফাঁস করে দেন উর্বশী তাঁকে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের টিকিটের জন্য জ্বালাতন করেছেন৷
advertisement
4/6
হার্দিক এখন বিবাহিত তবে হার্দিক -উর্বশীর প্যাচআপ হয়েছে কিনা তা কেউ জানেন না৷
advertisement
5/6
এদিকে হার্দিকের পর ঋষভ পন্থের সঙ্গেও প্রেম প্রেম সম্পর্কের কারণের গসিপ বাজারে ছিল৷ কিন্তু সে সম্পর্কও এখন নেই৷ পন্থ নিজে জানিয়েছিলেন তিনি উর্বশী রাউতেলাকে ব্লক করে দিয়েছেন হোয়াটসঅ্যাপে৷ তাহলে তিনি কি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট উর্বশীকে দেবেন৷
advertisement
6/6
উর্বশী রাউতেলা গ্যালারিতে থাকায় অবশ্য ঋষভ পন্থ দারুণ ইনিংস খেললেন পাকিস্তানের বিরুদ্ধে৷ টপ অর্ডার ভেঙে পড়ার পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি৷ নিন্দুকরা তো বলছে উর্বশীর উপস্থিতিই বিরাটকে মোটিভেট করছে৷