জোর করে দু’বার গর্ভপাত করিয়েছিল!...জনপ্রিয় গায়ককে নিয়ে বিস্ফোরক 'হাঁটুর বয়সী' গার্লফ্রেন্ড
Last Updated:
advertisement
1/7

প্রেমের পথ নয়, প্রেমের অভিজ্ঞতাই ছিল পুরো কাঁটার সমান৷ হাঁটুর বয়সী বান্ধবী এভাবেই তার অভিজ্ঞতার কথা তুলে ধরল জনসমক্ষে৷ জনপ্রিয় গায়কের সঙ্গে বেশ কিছুদিন ঘর করেছিলেন এই বান্ধবী৷ কিন্তু সেই ঘর করা যে কতটা যন্ত্রাণাদায়ক ছিল, সেটাই এবার সবার সামনে আনলেন ২৩ বছরের যুবতী৷ Representative Image
advertisement
2/7
৫২ বছরের জনপ্রিয় গায়কের সঙ্গে একটি গানের অনুষ্ঠানে আলাপ হয়েছিল তার৷ সেখান থেকে শুরু হয় তাদের প্রেমপর্ব৷ অনেক আশা দেখিয়েছিলেন ছোট বান্ধবীকে ইন্ডাস্ট্রিতে সুযোগ দেওয়ার৷ বান্ধবী নিজেও একজন লেখিকা৷ তাই তিনিও সেই প্রতিশ্রুতিতে বয়ে গিয়েছিলেন৷ Representative Image
advertisement
3/7
প্রথম দু’মাস ছিল খুবই মসৃণ৷ তারপর থেকেই শুরু হল অত্যাচার৷ জানিয়েছেন নিগৃহীতা৷ বয়ফ্রেন্ডকে মাস্টার বা ড্যাডি বলে ডাকতে বলা হল তাকে৷ যাকে ভালবাসেন তাকে ড্যাডি বলতে হবে? শুনেই প্রতিবাদ করেন যুবতী৷ এরপরই তার গলা টিপে ধরেন তারকা৷ মারধর করেন বান্ধবীকে৷ যার ফলে কালসিটে দাগ পড়ে যায় তারে ঘাড়ে৷ সেই দাগ লুকাতে তাকে হাইনেক ড্রেস পরতে বাধ্য করাও হয়৷ Representative Image
advertisement
4/7
শুধু তাই নয়৷ দু’বার গর্ভবতী হয়ে পড়েন মহিলা৷ জোর করে বাড়িতেই গর্ভপাত করা হয় তার৷ যাতে কথা বাইরে না আসে, তাই এমন বন্দবস্ত৷ Representative Image
advertisement
5/7
শুধু তাই নয়৷ দু’বার গর্ভবতী হয়ে পড়েন মহিলা৷ জোর করে বাড়িতেই গর্ভপাত করা হয় তার৷ যাতে কথা বাইরে না আসে, তাই এমন বন্দবস্ত৷ Representative Image
advertisement
6/7
মহিলা জানিয়েছেন যে শুধুমাত্র মিডিয়ার সামনে তাকে যত্ন করতেন ওই গায়ক৷ বাকি সময় এভাবেই বীভৎস অত্যাচার চলত তার ওপর৷ শেষ পর্যন্ত না পেরে জনসমক্ষে তিনি জানিয়ে দিলেন এমন গোপন কথা৷ Representative Image
advertisement
7/7
গায়ক আর কেউ নন বিশ্বখ্যাত গায়ক আর কেলি৷ তার গার্লফ্রেন্ডের নাম জয়সিলিন সাভাজ৷ গায়কের বয়স ৫২ এবং জয়সিলিনের বয়স মাত্র ২৩৷ Representative Image