এক ঘরে থেকে জমে উঠেছে প্রেম! টিভির পর্দায় স্বীকার করে বসলেন ইজাজ! নায়িকা বললেন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অভিনেতার ইলেক্ট্রোকার্ডিওগ্রাম পরীক্ষা করা হলে দেখা যায় যে, তাঁর হার্টরেট খুবই বেশি! প্রেমেই এভাবে সাড়া দিচ্ছে তাঁর হৃদয়!
advertisement
1/7

•আমি পবিত্রকে ভালবাসি৷ আমার হৃদয় জুড়ে শুধুও সে৷ বাইরে যাই হয়ে যাক, আমি তৈরি!সকলের সামনে এটাই বলেন অভিনেতা৷ তোমায় খুব মিস করছি, মনে হচ্ছে যেন আরও প্রেম গভীর হচ্ছে৷ শুধু মন বলছে, তোমার সঙ্গে বাইরে এসে দেখা করি!
advertisement
2/7
•অভিনেতা ইজাজ খান এমনই বলছেন পবিত্র পুনিয়ার জন্য, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
3/7
তিনি বিবাহিত এবং ৪ বার তাঁর স্বামী সুমিত মহেশ্বরীর সঙ্গে প্রতারণা করেছেন, এমন অভিযোগ করেন সুমিত৷ তবে সেই সুমিতের তোলা সেই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে পবিত্র বলেন যে, তিনি মোটেই বিবাহিত নন এবং সুমিতের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হলেও তা পরে বাতিল হয়ে যায়৷
advertisement
4/7
•এরই মধ্যে বিগবসের ঘরে ইজাজ ও পবিত্রর সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়৷ এবং শেষ পর্যন্ত সেটা যে সঠিক তা জানিয়ে দেন ইজাজ৷ তবে ইজাজ এব্যাপারে সরাসরি জানালেও, পবিত্রর উত্তর ছিল বেশ জটিল!
advertisement
5/7
•তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন যে, আমাদের দু’জনকে বোঝা অত সহজ নয়৷ তাই এসব নিয়ে যারা ট্রোল করেন, তারা দূরেই থাকুন পাভইজাজের (#PAVIJAZ) থেকে৷
advertisement
6/7
•তাঁকে সমর্থন করেন তাঁর বন্ধু নিরুশা৷ তাঁর বক্তব্য ছিল বেশ ইঙ্গতপূর্ণ৷ তিনি লেখেন, তুমি জানো, সে জানে, আমরা জানি৷ এটাই শেষ কথা৷ বাকিদের কথা শোনার প্রয়োজন নেই৷
advertisement
7/7
•এসবের মধ্যেই জমে উঠেছে বিগবসের লড়াই৷ তবে এবার ১৪ সিজনে এসে শুধু ঝগড়া, মনমালিন্য বা নাটক নয়, দেখা যাচ্ছে বেশ কিছু মাখোমাখো সম্পর্ক বা মন দেওয়া-নেওয়ার গল্পও৷ যেমন ইজাজ খান ও পবিত্রা পুনিয়ার সম্পর্ক৷