ক্যানসারের চিকিৎসা চলছে, এর মাঝেই মুম্বই ফিরে আবেগে ভাসলেন সোনালি বেন্দ্রে
Last Updated:
advertisement
1/5

•• নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা চলছে সোনালি বেন্দ্রের। কয়েকমাস ধরে সেখানেই ঘরবাড়ি তাঁর। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
•• কিন্তু, ঘর কি শুধুমাত্র একটা ছাদ? সোনালির কাছে, ঘর সেটাই যেখানে মন পড়ে থাকে। আর সেই ঘরেই ফিরছেন তিনি। ফিরছেন মুম্বইয়ে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
•• নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি শেয়ার করেছেন একটা পোস্ট। লিখছেন, "বাড়ি থেকে দূরে, নিউইয়র্কে এতদিন কাটিয়ে আমি বুঝেছি যে, আমি অনেকগুলো গল্পের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। প্রতিটা গল্প নিজের মতো করে এক একটা অধ্যায় লিখছে। স্ট্রাগল করছে, কিন্তু হার মানছে না। আর এখন আমি বাড়ি ফিরছি, যেখানে আমার মন পড়ে রয়েছে।" ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
••কেমন এই অনুভূতি? সোনালি লিখেছেন, "আমি শব্দ দিয়ে এই অনুভূতি বোঝাতে পারব না। তবুও চেষ্টা করছি।" সোনালির ভাষায়, দেশে ফেরার অনুভূতিটা তাঁর কাছে আনন্দের। কারণ পরিবার-পরিজনের সঙ্গে দেখা হবে তাঁর। কিছুটা উত্তেজনার কারণ যা খুশি তাই করার অবকাশ পাবেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
•• আর দেশে ফেরার সঙ্গে সঙ্গে এই লড়াইয়ের প্রতি তাঁর কৃতজ্ঞতাবোধটাও অনুভব করছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম ৷