Bold Mouni Roy: শার্টের সবক’টা বোতাম খোলা,নেই অন্তর্বাস! ক্যামেরার সামনে অনায়াসে উপস্থিত অভিনেত্রী মৌনি রায়!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মৌনির(Mouni Roy) আত্মীয়-বন্ধুরা তাঁকে আদর করে ডাকেন মন (Mon)বলেন৷
advertisement
1/7

*তিনি সুন্দরী, দারুণ ফিগার তাঁর৷ এবং সেটা খোলামেলা ভাবে দেখাতেও দ্বিধা করেন না বাঙালি অভিনেত্রী মৌনি রায়৷ হিন্দি সিরিয়াল ইন্ডাস্ট্রির খুবই সফল এবং জনপ্রিয় অভিনেত্রী মৌনি, পা রেখেছেন বলিউডেও৷ অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে কাজ করেছেন৷ এবার তাঁকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবিতে৷
advertisement
2/7
*মূলত একতা কাপুরের সিরিয়াল নাগিনের হাত ধরেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছন৷ বাংলার মেয়ে মৌনি নিজের স্বপ্ন পূরণের জন্য প্রথমে পা রাখেন নয়াদিল্লিতে৷ তারপর সেখান থেকে মুম্বই৷ সেখানেই পাকাপাকি ভাবে রয়ে গিয়েছেন তিনি৷ তাঁর পরিবারও থাকেন অভিনেত্রীর সঙ্গে৷
advertisement
3/7
*নানা ধরনের ফোটোশ্যুট বা ভিডিওর মাধ্যমে তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়৷ নানা রূপে ধরা দেন মৌনি৷ শার্টের বোতাল খুলে এবার ক্যামেরার সামনে দাঁড়ালেন নায়িকা৷ ঘুম উড়ল তাঁর ভক্তদের৷
advertisement
4/7
*তিনি বলছেন জীবন এক অদ্ভূত রহস্য, তার সমাধান না খোঁজাই ভাল!
advertisement
5/7
*মৌনির আত্মীয়-বন্ধুরা তাঁকে আদর করে ডাকেন মন বলে৷ কোচবিহারের মেয়ে মৌনি৷ মুম্বই গিয়েও নিজের শিকর ভোলেননি তিনি৷
advertisement
6/7
*গুঞ্জন যে তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন, তবে সে বিষয় কেউ কোনও সম্মতি জানাননি সরাসরি৷এর আগে অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গে সম্পর্ক ছিল মৌনি৷ তবে কয়েক বছরের মধ্যে তা ভেঙে যায়৷
advertisement
7/7
*অভিনয়ের পাশাপাশি মৌনি নাচেও পারদর্শী৷ ব্যালে এবং কথ্থকে তিনি পটু৷