Serial-র ‘পারফেক্ট বর’ Karan Mehra বাড়িতে বউকে পেটায়, তারপর স্ত্রী Nisha যা করলেন...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তারকা দম্পতির অন্দরমহলে পিকচার পারফেক্ট ছবি ঘেঁটে গিয়ে সামনে এল নক্কারজনক চিত্র৷
advertisement
1/6

নক্কারজনক সিরিয়ালের পারফেক্ট হাজব্যান্ড অর্থাৎ আদর্শ বর আর বাড়িতে কিনা নিজের অভিনেত্রী স্ত্রী-র গায়ে তিনি হাত তোলেন৷ এমনই হল ‘ইয়ে রিস্তা ক্যায়া কহলাতে হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai)-র অভিনেতা করণ মেহরা (Karan Mehra)-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ৷ তাঁর স্ত্রী নিশা রাওয়ালও (Nisha Rawal) অভিনেত্রী৷
advertisement
2/6
৩৮ বছরের অভিনেতা সোমবার রাতে ঝগড়ার সময় স্ত্রী-র গায়ে হাত তোলেন -এমন মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে৷ স্ত্রী -র অভিযোগের ভিত্তিতে করণকে সকালেই গ্রেফতার করে গোরেগাঁও থানার পুলিশ৷ সেখানেই দায়ের করা হয়েছে অভিযোগ৷
advertisement
3/6
তার বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের ৩৩৬ ধারা (অন্যের জীবন বিপন্ন করা) ৩৩৭(মানুষের জীবন বিপন্ন করার জন্য আহত করা), ৩৩২ (স্বতঃপ্রণোদিতভাবে কোনও কর্মীকে আঘাত করা), ৫০৪(ইচ্ছাকৃত ভাবে শান্তি বিঘ্নিত করা), ৫০৬(ক্রিমিন্যাল অ্যাক্টের জন্য শাস্তি) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷
advertisement
4/6
যদিও গ্রেফতারের কিছুক্ষণ পরেই তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে৷ এই অভিনেতা দম্পতি একাধিক শো এ একসঙ্গে কাজ করেছেন৷ নিশা বিজ্ঞাপনে অভিনয় করেছেন৷ তারমধ্যে রয়েছে কোকাকোলা (Coca Cola), সানসিল্ক শ্যাম্পু (Sunsilk shampoo)-র বিজ্ঞাপন৷ এছাড়াও তিনি কয়েকটি বলিউড ছবিতেও (Bollywood movies) অভিনয় করেছেন৷
advertisement
5/6
এই দম্পতি নাচ বলিয়ে ("Nach Baliye") রিয়েলিটি শো-তে একসঙ্গে অংশ নিয়েছেন৷ এঁরা মডেল হিসেবে নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন৷ এদের ৬ বছরের দাম্পত্য এবং সন্তানও আছে৷
advertisement
6/6
সোশ্যাল মিডিয়ায় দুজনেরই ফলোয়ারের সংখ্যা প্রচুর৷ করণ মেহরার ফলোয়ার ৬.৪৫ লক্ষ ও নিশা রাওয়ালের ফলোয়ার ৯.৩৫ লক্ষ৷