Koffee with Karan: শুধু ননদ নন, স্বামী অভিষেকও মুখ খুললেন ঐশ্বর্যকে নিয়ে...
Last Updated:
advertisement
1/5

কফি উইথ করণে এসে ঐশ্বর্যকে নিয়ে মুখ খুললেন স্বেতা ৷ ননদ হিসেবে ঐশ্বর্যের কী পছন্দ ও অপছন্দ সেটা সোজাসাপটা জানালেন তিনি ৷ শোয়ে মুখ খোলেন অভিষেকও ৷ Photo Collected
advertisement
2/5
শোয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ঐশ্বর্যর কোন বিষয়টি তাঁর ভাল লাগে? এই প্রশ্নের উত্তরে শ্বেতা জানান , ঐশ্বর্য খুব ভাল একজন মানুষ এবং খুব ভাল একজন মা। তবে ঐশ্বর্য যে কড়া নিয়ম মেনে বাড়ি চালান, সেটা তাঁর ভাল লাগে না! Photo Collected
advertisement
3/5
শ্বেতার সঙ্গে একই প্রশ্ন রাখা হয় অভিষেকের কাছেও ৷ তিনিও জানান স্ত্রীর সম্পর্কে ৷ জানান যে ঐশ্বর্য তাঁকে ভালবাসে, এবং তিনিও তাঁকে অসম্ভব ভালবাসেন ৷ তবে... Photo Collected
advertisement
4/5
তাঁরা যে আর একসঙ্গে কাজ করবেন না সেটা স্পষ্ট ৷ অনুরাগ কাশ্যপের 'গুলাব জামুন'-এ অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য, অভিষেকের। ঠিক ছিল, জানুয়ারি মাসের শুরুতেই শুরু হবে শুটিং। কিন্তু, আপাতত সেই পরিকল্পনায় মাটি! ছবি থেকে সরে গেলেন খোদ বচ্চন দম্পতি। Photo Collected
advertisement
5/5
একসঙ্গে কাজ করবেন না হয়ত কিন্তু বাড়িতে ঐশ্বর্য ভীষণ গুছনো স্বভাবের ঐশ্বর্য, যা খুব বেশি পছন্দ করেন না অভিষেক ৷ স্পষ্ট জানিয়ে দেন অভিষেক ৷ তবে তাঁদের ঘর ভাঙা নিয়ে যে সব রটনা হয়, তা একেবারেই রটনা স্তরে থাকবে ৷ কারণ দু’জন দু’জনকে ভীষণ ভালবাসেন এবং একসঙ্গে সংসার করতে খুবই ভালবাসেন ৷ Photo Collected