Gehana Vasisth and Faizan Ansari Wedding : পর্নকাণ্ডে অভিযুক্ত গহনা এবার ফায়জনের সঙ্গে বিয়ের আসরে, নবদম্পতির ছবি ভাইরাল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Gehana Vasisth and Faizan Ansari Wedding : অভিনেত্রী-মডেলের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ফায়জন ও গহনা বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্ক নাকি একেবারেই লোকদেখানো নয়। প্রবল প্রেমে পড়েই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
1/5

বিয়ে সারলেন গহনা বশিষ্ঠ। ‘গন্দি বাত’ নায়িকার বিয়ের ছবি দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। চুপিসারে ছোট অনুষ্ঠান করে বিয়ে করলেন তিনি। পাত্র, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফায়জন আনসারি।
advertisement
2/5
অভিনেত্রী-মডেলের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ফায়জন ও গহনা বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্ক নাকি একেবারেই লোকদেখানো নয়। প্রবল প্রেমে পড়েই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
3/5
নবদম্পতির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রাজ কুন্দ্রা যখন পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, গহনা তখন তাঁর সমর্থন করেছিলেন। তার আগেই যদিও তিনিও একই অভিযোগে হাজতবাস করে এসেছিলেন।
advertisement
4/5
অভিযোগ, দু’জনে যৌথভাবে পর্ন ভিডিও বানিয়ে ওয়েবসাইটে আপলোড করতেন। অ্যাডাল্ট তারকা হিসেবে পরিচিত গহনা নিজের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, ‘‘আমরা অ্যাপের জন্য যা বানাই সেগুলি কোনওভাবেই পর্ন নয়। ওটিটি-তে তো এসবই বানিয়ে দেখানো হয়। তবে আমাকে বা রাজকে টার্গেট কেন করা হচ্ছে?’’
advertisement
5/5
এবার সেই গহনা সব অন্ধকার অতীত ভুলে বিয়ে করে সংসার পাততে প্রস্তুত। সঙ্গী হলেন ফায়জন।