TRENDING:

'যে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি...' করণ জোহরের শোয়ে অকপট গৌরী খান

Last Updated:
১৭ বছর পর আবার করণ জোহরের কফির আড্ডায় এসেছিলেন গৌরী, সপ্তম সিজনের ১২তম পর্বে গৌরীর সঙ্গী হয়েছিলেন মাহীপ কাপুর এবং ভাবনা পাণ্ডে।
advertisement
1/9
'যে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি...' করণ জোহরের শোয়ে অকপট গৌরী খান
চেকড শর্ট স্কার্ট আর ব্লেজারে বাজিমাত করলেন সুপার স্টাইলিশ গৌরী খান
advertisement
2/9
শুধুমাত্র কিং খানের স্ত্রী-ই নয়, গৌরী খান একজন খ্যাতনামা ইনটেরিয়র ডিজাইনারও
advertisement
3/9
দেশের বহু তারকার বাসভবন ও কর্মক্ষেত্র সাজিয়েছেন গৌরী।
advertisement
4/9
সম্প্রতি, হায়দরাবাদে ডিজাইনার ফাল্গুনী এবং শেন পিককের জন্যও একটি বড় দোকান ডিজাইন করেছেন।
advertisement
5/9
প্রযোজক গৌরীও সমান সফল। আলিয়া ভট্টের ছবি ‘ডার্লিংস’-এর সহ-প্রযোজকও গৌরী।
advertisement
6/9
গত বছর আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর মা গৌরী খানই প্রথম মুখ খুলেছিলেন।
advertisement
7/9
১৭ বছর পর আবার করণ জোহরের কফির আড্ডায় এসেছিলেন গৌরী, সপ্তম সিজনের ১২তম পর্বে গৌরীর সঙ্গী হয়েছিলেন মাহীপ কাপুর এবং ভাবনা পাণ্ডে।
advertisement
8/9
ছেলে আরিয়ানের মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়া, জামিন পাওয়া, বেকসুর প্রমাণিত হওয়া আর এই সমস্তকিছুর সঙ্গে জড়িত মানসিক টানাপোড়েন নিয়ে 'কফি উইথ করণ'-এর শোয়ে গৌরী বলেন, “শুধু পেশাগত ভাবে নয়, ব্যক্তিগত ঝড়ঝাপটাও অনেকটাই গেল। তোমরা যতটা শক্ত ছিলে, সেটাও কুর্নিশ করার মতো। আমি জানি পরিবার হিসাবে, মা-বাবা হিসাবে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন ছিল।''
advertisement
9/9
ছেলে আরিয়ানের মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়া, জামিন পাওয়া, বেকসুর প্রমাণিত হওয়া আর এই সমস্তকিছুর সঙ্গে জড়িত মানসিক টানাপোড়েন নিয়ে 'কফি উইথ করণ'-এর শোয়ে গৌরী বলেন,'' আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না। মা হিসাবে, অভিভাবক হিসাবে কঠিন দিন দেখেছি। কিন্তু আজ, যেখানে দাঁড়িয়ে আছি, পরিবার হিসাবে আমাদের বন্ধন অনেক দৃঢ়।''
বাংলা খবর/ছবি/বিনোদন/
'যে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি...' করণ জোহরের শোয়ে অকপট গৌরী খান
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল