Web Series: ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’ থেকে শুরু করে ‘ফরজি ২’, এই ৫টি ওয়েব সিরিজের অপেক্ষায় ভক্তরা
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Web Series: দর্শকরা বেশ কয়েকটি সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। রইল সেই তালিকা।
advertisement
1/6

গত বছর অর্থাৎ ২০২৩ সালে নেটফ্লিক্সে একের পর এক দুর্দান্ত ওয়েব সিরিজ এসেছে। যা নিঃসন্দেহে দর্শকদের আকৃষ্ট করে রেখেছে। তবে নতুন বছর অর্থাৎ ২০২৪-এও চিত্রটা একই রকম থাকবে। কারণ নেটফ্লিক্সে আসবে অসাধারণ কিছু দুর্ধর্ষ সিরিজ। তবে দর্শকরা বেশ কয়েকটি সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। রইল সেই তালিকা।
advertisement
2/6
‘মির্জাপুর সিজন ৩’:চার বছরের বিরতির পরে দুর্ধর্ষ ভাবে কামব্যাক করতে চলেছে বহু প্রতীক্ষিত এই সিরিজ। মির্জাপুরের প্রাণকেন্দ্রে ক্ষমতা, রাজনীতি এবং অপরাধের উপাখ্যানের এক নতুন অধ্যায় ভক্তদের সামনে উন্মোচিত হবে। দ্বিতীয় সিজনে আলি ফজল অভিনীত গুড্ডু পণ্ডিত এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত কালিন ভাইয়ার মধ্যে আধিপত্যের লড়াই দেখা গিয়েছে। তৃতীয় সিজনে নিজের ক্ষমতা পুনরুদ্ধার করবেন কালিন ভাইয়া।
advertisement
3/6
‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’:নতুন সিজনে মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্ত তিওয়ারির জীবনের ঝলক দেখা যাবে। অজানা আশঙ্কার হাত থেকে দেশকে রক্ষা করছেন শ্রীকান্ত। এর পাশাপাশি তাঁকে ব্যক্তিগত জীবনের জটিলতাও সামাল দিতে হচ্ছে। এতে একটা দারুণ অধ্যায় ভক্তদের সামনে খুলে যাবে।
advertisement
4/6
‘দিল্লি ক্রাইম সিজন ৩’:এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন বহু প্রতীক্ষিত। গত বছরেই ওটিটি স্ট্রিমিং পার্টনার এই সিরিজের আরও একটি সিজন আসবে বলে নিশ্চিত করেছে। মুখ্য ভূমিকায় শেফালি শাহ, রসিকা দুগ্গল এবং রাজেশ তাইলাংয়ের দুর্ধর্ষ অভিনয় দেখা গিয়েছে। দিল্লি পুলিশের তদন্তের প্রচেষ্টাকে ঘিরেই আবর্তিত হচ্ছে সিরিজের কাহিনি।
advertisement
5/6
‘আশ্রম সিজন ৪’:‘অ্যানিম্যাল’ ছবিতে খল চরিত্রে রীতিমতো ভক্তদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন ববি দেওল। এবার ‘আশ্রম’ ওয়েব সিরিজের আসন্ন মরশুমে বাবা নিরালার ভূমিকায় তাঁর অভিনয়ের পালা। মূলত চতুর্থ সিজনটার কাহিনি আবর্তিত হচ্ছে বাবা নিরালা এবং পরমিন্দর ওরফে পাম্মিকে ঘিরে।
advertisement
6/6
‘ফরজি সিজন ২’:গত বছরের গোড়ার দিকে ডিজিটাল ডেবিউ করেছেন শাহিদ কাপুর। রাজ এবং ডিকে পরিচালিত ‘ফরজি’-তে দেখা গিয়েছে তাঁকে। আর গত বছরের সবথেকে বেশি দেখা সিরিজ ছিল এটিই। এতটাই সাড়া পড়ে গিয়েছে যে, ভক্তরা এর দ্বিতীয় মরশুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।