TRENDING:

Salman: হাতের ব্রেসলেট দেখেই ছবি তুলতে চান খোদ সলমন খান! তাঁর ছবিতেই বলিউড কাঁপাচ্ছে, চেনেন বাঁকুড়ার 'সলমন'-কে?

Last Updated:
Salman: টাইগার শ্রফ থেকে রণবীর, শহীদ, সানি দেওল—একাধিক তারকার সঙ্গে কাজ করে বলিউডে নিজের জায়গা তৈরি করছেন বাঁকুড়ার প্রেম মুখার্জি।
advertisement
1/6
হাতের ব্রেসলেট দেখেই ছবি তুলতে চান খোদ সলমন! তাঁর ছবিতেই বলিউড কাঁপাচ্ছে বাঁকুড়ার 'সলমন'
বলিউডের সুপারস্টার সলমন খানকে আদর্শ মেনে বড় হওয়া বাঁকুড়ার ছেলে প্রেম মুখার্জির স্বপ্ন আজ বাস্তব। শুধু অনুপ্রেরণা নয়, একই ফ্রেমে সলমন খানের সঙ্গে অভিনয়ও করেছেন তিনি। সাম্প্রতিক ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে সলমন খানের সঙ্গে কাজ করেন । শ্যুটিংয়ের সময় প্রেমের হাতে থাকা ব্রেসলেট নজরে পড়ে সলমন খান নিজেই ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেন—যা প্রেমের জীবনের এক স্মরণীয় মুহূর্ত।
advertisement
2/6
বাঁকুড়ার ’সলমান খান’ নামে পরিচিত প্রেম মুখার্জির স্টাইল আলাদা করে চোখে পড়ে—হাতে ব্রেসলেট, সুঠাম শরীর আর বাইকের প্রতি দুর্বলতা। এই লুক ও ব্যক্তিত্বই তাঁকে ধীরে ধীরে কাজের সুযোগ এনে দিচ্ছে বলিউডে। ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতিই তাঁর সবচেয়ে বড় শক্তি।
advertisement
3/6
ইতিমধ্যেই একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রেম। শহীদ কাপুরের সঙ্গে কাজ করেছেন ‘দেবা’ ছবিতে, সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’, অজয় দেবগনের সঙ্গে ‘সন অফ সরদার ২’, রণবীর কাপুরের সঙ্গে ‘রামায়ণ’ এবং দক্ষিণী তারকা সামন্থার সঙ্গেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি একটি নামকরা ব্যাগ ব্র্যান্ডের বিজ্ঞাপনে টাইগার শ্রফের সঙ্গে কাজ করে নজর কেড়েছেন বাঁকুড়ার এই তরুণ।
advertisement
4/6
ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী প্রেম মুখার্জি। কিন্ডার গার্ডেন থেকে শুরু করে বাঁকুড়া মিশন বয়েজ স্কুলের ছাত্র ছিলেন তিনি। উচ্চ মাধ্যমিকের পর বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA) সম্পন্ন করেন প্রেম। পড়াশোনার পাশাপাশি মনে মনে চলতে থাকে অভিনয়ের স্বপ্ন।
advertisement
5/6
২০২৩ সালে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মুম্বই পাড়ি দেন প্রেম। সেখান থেকেই শুরু হয় একেবারে অন্য জীবন—অডিশন, অপেক্ষা আর নিরবচ্ছিন্ন সংগ্রাম। ধীরে ধীরে ছোট চরিত্র, ব্যাকগ্রাউন্ড রোল ও বিজ্ঞাপনের কাজ করতে করতে নিজের জায়গা তৈরি করছেন তিনি।
advertisement
6/6
ভবিষ্যতে আরও বড় ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চান প্রেম মুখার্জি। নিজের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রতিটি চরিত্রে নিজেকে ভাঙছেন তিনি। প্রেমের বাবা সুপ্রিয় মুখার্জি প্রথমে ছেলেকে এমসিএ করানোর ইচ্ছে রাখলেও শেষ পর্যন্ত ছেলের প্যাশনকেই সম্মান জানান। বর্তমানে মায়ের সঙ্গে মুম্বাইয়ে থেকেই বলিউডে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছেন বাঁকুড়ার ছেলে প্রেম মুখার্জি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/বিনোদন/
Salman: হাতের ব্রেসলেট দেখেই ছবি তুলতে চান খোদ সলমন খান! তাঁর ছবিতেই বলিউড কাঁপাচ্ছে, চেনেন বাঁকুড়ার 'সলমন'-কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল