69th National Film Awards 2023: ‘পুষ্পা’র চোখে জল, গঙ্গুর চওড়া হাসি! রইল জাতীয় পুরস্কার জয়ীদের সম্পূর্ণ তালিকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কোন ছবি সেরা হবে? কোন অভিনেতাদের হাতে উঠে আসবে সেরার শিরোপা? সেই জল্পনা-কল্পনা চলার মাঝেই জানা গেল জয়ীদের নাম৷
advertisement
1/10

বৃহস্পতিবার ঘোষণা করা হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজেতাদের নাম৷ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানান হয় কারা পেলেন এইসকল পুরষ্কার৷ কোন ছবি সেরা হবে? কোন অভিনেতাদের হাতে উঠে আসবে সেরার শিরোপা? সেই জল্পনা-কল্পনা চলার মাঝেই জানা গেল জয়ীদের নাম৷
advertisement
2/10
মুক্তির পরই দেশ জুড়ে সাড়া ফেলেছিল ‘পুষ্পা’৷ আল্লু অর্জুনের ‘ক্যারিশমা’ বজায় রইল জাতীয় পুরষ্কারের মঞ্চেও৷ সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হলেন আল্লু অর্জুন৷ অন্যদিকে সেরা অভিনেত্রীর তালিকায় একজন নয় রয়েছে দুজনের নাম৷ ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য আলিয়া ভাট এবং ‘মিমি’র জন্য কৃতি শ্যানন পেলেন জাতীয় পুরষ্কার৷
advertisement
3/10
অস্কারের মঞ্চে ইতিমধ্যেই সমাদৃত এস এস রাজামৌলির ‘আরআরআর’৷ এবার সেরা ছবির শিরোপা না পেলেও সেরা পপুলার ফিল্মের খেতাব জুড়ল ‘আরআরআর’-এর মুকুটে৷ সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে আর মাধবনের ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট৷ চলতি বার সেরা বাংলা ছবির পুরস্কার উঠল ‘কালকক্ষ’-এর হাতে। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকারের ‘সর্দার উধম’।
advertisement
4/10
সেরা ছবি- রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন) সেরা হিন্দি ছবি- সর্দার উধম (সুজিত সরকার) সেরা পপুলার ফিল্ম- আরআরআর (এসএস রাজামৌলি)
advertisement
5/10
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং কৃতি শ্যানন (মিমি) সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা)
advertisement
6/10
সেরা সহ অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস) সেরা সহ অভিনতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি
advertisement
7/10
সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, Iravin Nizhal) সেরা গায়ক- কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, RRR) সেরা সঙ্গীত পরিচালক- দেবী শ্রী প্রসাদ (পুষ্পা) জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি- দ্য কাশ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী)
advertisement
8/10
সেরা এডিটর- সঞ্জয় লীলা বনশালি (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) সেরা পরিচালক- নিখিল মহাজন সেরা বাংলা ছবি- কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)
advertisement
9/10
জাতীয় পুরষ্কার পাওয়ার পর নিজেদের অনুভূতি সোশ্যাল মিডিয়ার পাতায় প্রকাশ করেছেন সেলেবরা৷ ‘পুষ্পা’র পরিচালককে জড়িয়ে ধরে আনন্দে চোখে জল আল্লুর৷ অন্যদিকে আলিয়া হাসি প্রকাশ করছে তার উল্লাস৷ ন্যাশানাল অ্যাওয়ার্ড তিনি পেয়ে ভক্তদের ধন্যবাদ জানাতে ভোললেলনি অভিনেত্রী৷
advertisement
10/10
বোনকে জড়িয়ে ছবি পোস্ট করেছেন কৃতি শ্যানন৷ জাতীয় পুরষ্কার পাওয়ার পর পরিবারের সঙ্গে ‘ভালবাসার মোড়া’ সময় কাটাচ্ছেন কৃতি৷