Matthew Perry’s Death: বাকি রইল পাঁচ, চ্যান্ডলারকে হারিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত ফ্রেন্ডস-এর রেচেল-ফিবি-জোয়িরা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Matthew Perry’s Death: রণবীর সিং থেকে শুরু করে করিনা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সোফি চৌধরি, সামান্থা রুথ প্রভু, বিবেক অগ্নিহোত্রী, নিমরত কৌর কেউই এই মৃত্যু মেনে নিতে পারেননি।
advertisement
1/8

চোখে জল গোটা বিশ্বের। ১৯৯৪ সাল থেকে ২০০৪ পর্যন্ত সম্প্রচারিত হওয়া আমেরিকান সিটকম ‘ফ্রেন্ডস’ নিয়ে আজও নস্টালজিয়ায় ডুবে বিশ্বের অধিকাংশ দেশের মানুষ। আজও সেই টেলিভিশন সিরিজ কত মানুষের মন ভাল করার রসদ।
advertisement
2/8
সেই সিরিজের প্রিয় চরিত্র চ্যান্ডলার ওরফে ম্যাথিউ পেরি আর নেই। মানতে পারছেন না দর্শকেরা। শনিবার লস অ্যাঞ্জেলসের বাড়িতে হট টাবে মৃত অবস্থায় পাওয়া গেল ৫৪ বছরের অভিনেতার দেহ। প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে ম্যাথিউয়ের।
advertisement
3/8
কিন্তু এই ঘটনার পরে এখনও পর্যন্ত সেই সিরিজের মূল অভিনেতা-অভিনেত্রীরা কোনও প্রতিক্রিয়া দেননি। রেচেল, রস, মনিকা, ফিবি এবং জোয়ি কেমন আছে? সূত্রের খবর, চ্যান্ডলারকে হারিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত সকলে।
advertisement
4/8
রেচেল ওরফে জেনিফার অ্যানিস্টন, রস ওরফে ডেভিড স্কুইমার, মনিকা ওরফে কোর্টনি কক্স, ফিবি ওরফে লিজা কুদ্রো এবং জোয়ি ওরফে ম্যাট লে ব্ল্যাঙ্ক। তাঁরা কেউই এখনও প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় নেই।
advertisement
5/8
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের কাছে সূত্রের দাবি, ‘‘তাঁদের ম্যাটিকে হারিয়ে এখনও শোকস্তব্ধ বাকি পাঁচ জন। ম্যাটি তাঁদের কাছে নিজের ভাইয়ের মতো। ভাল সময় হোক বা কঠিন সময়, সবসময়ে এই ছ’জন একসঙ্গে ছিলেন।
advertisement
6/8
জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কাছাকাছি ছিলেন তাঁরা। ম্যাটি যখন অসুস্থ ছিলেন, এঁরাই তাঁকে নিজেদের ভাইয়ের মতো আগলে রেখেছিলেন। এখন সেই ম্যাটি আর নেই।’’
advertisement
7/8
সিরিজের মূল অভিনেতা-অভিনেত্রীরা এখনও প্রতিক্রিয়া না দিলেও বিবৃতি জারি করেছেন ‘ফ্রেন্ডস’-এর নির্মাতারা। সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল পেজ থেকে লেখা হয়েছে, ‘ম্যাথিউ পেরির মৃত্যুতে আমরা মানসিক ভাবে বিধ্বস্ত। তিনি আমাদের কাছে অমূল্য রত্ন ছিলেন। তাঁর পরিবার এবং ভক্তদের পাশে আছি আমরা।’
advertisement
8/8
কেবল আন্তর্জাতিক তারকারা নন, বলিউড থেকেও শোকবার্তা জারি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রণবীর সিং থেকে শুরু করে করিনা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সোফি চৌধরি, সামান্থা রুথ প্রভু, বিবেক অগ্নিহোত্রী, নিমরত কৌর কেউই এই মৃত্যু মেনে নিতে পারেননি। তাঁদের প্রিয় চ্যান্ডলারের ছবি পোস্ট করে শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন।