TRENDING:

Film Set Fire: সকাল ৭টায় ছিল সিরিয়ালের কলটাইম, তার আগে সেটে দাউদাউ আগুন, শেষ হল সবকিছু, মাথায় হাত কলাকুশলীদের

Last Updated:
একে একে সকলে আসছিলেন শ্যুটিং-এর জন্য৷ তার আগেই সেটে লেগে গেল আগুন৷ ভোর পাঁচটায় দাউ দাউ করে জ্বলতে থাকে সেট৷ সব পুড়ে ছাই হয়৷ ব্যাপক ক্ষতি হয়েছে সেটের৷ যদিও কারও কোনও ক্ষতি হয়নি৷
advertisement
1/5
সকাল ৭টায় ছিল সিরিয়ালের কলটাইম, তার আগে সেটে দাউদাউ আগুন, শেষ হল সবকিছু
সকাল সকাল পুড়ে ছাই হল জনপ্রিয় সিরিয়ালে সেট৷ সকাল ৭টায় ছিল কল টাইম৷ একে একে সকলে আসছিলেন শ্যুটিং-এর জন্য৷ তার আগেই সেটে লেগে গেল আগুন৷ ভোর পাঁচটায় দাউ দাউ করে জ্বলতে থাকে সেট৷ সব পুড়ে ছাই হয়৷ ব্যাপক ক্ষতি হয়েছে সেটের৷ যদিও কারও কোনও ক্ষতি হয়নি৷ (Representative Image-Photo Generated by Meta AI)
advertisement
2/5
হিন্দির জনপ্রিয় সিরিয়াল অনুপমা৷ বাংলা সিরিয়াল শ্রীময়ীর গল্প অনুপ্রাণিত এই সিরিয়াল৷ মূল চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়৷ রয়েছেন অদৃজা রায়, গৌরব খান্না, শিবম খাজুরিয়া৷ হিন্দি সিরিয়ালগুলির মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়৷
advertisement
3/5
আজ,সোমবার, সকাল সকাল টিভি সিরিয়াল'অনুপমা' সেটে আগুন লেগে যায়। গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। আগুন এতটাই তীব্র ছিল যে পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও কেউ আহত হয়নি৷ তবে সেটের ব্যাপক ক্ষতি হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এর সভাপতি বিএন তিওয়ারি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে টিআরপির শীর্ষে থাকা সিরিয়ালটির ক্ষতি করতে এবং বীমা দাবির জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে।
advertisement
4/5
কীভাবে আগুন লাগে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা নেই৷ 'অনুপমা'-এর দুটি সেট রয়েছে। একটি ফিল্ম সিটি অফিসের কাছে এবং অন্যটি 'বিগ বস'-এর সেটের সামনে। ফিল্ম সিটি অফিসের কাছে সেটে আগুন লেগেছে। কাছাকাছি অমর উপাধ্যায়ের শো 'ডোরি'-এর একটি সেটও ছিল, যা রক্ষা পেয়েছে।
advertisement
5/5
এর আগেও 'অনুপমা' ধারাবাহিকের সেটে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এতে, ধারাবাহিকের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। এই ঘটনাটি ঘটে ১৪ নভেম্বর। এরপর সেটে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Film Set Fire: সকাল ৭টায় ছিল সিরিয়ালের কলটাইম, তার আগে সেটে দাউদাউ আগুন, শেষ হল সবকিছু, মাথায় হাত কলাকুশলীদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল