Fatima Sana Shaikh : আমির খানের সঙ্গে প্রেমের গুঞ্জন! খোলামেলা সাজে পারদ চড়ালেন ফাতিমা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Fatima Sana Shaikh : দঙ্গল ছবি থেকে আত্মপ্রকাশ বলিউডে। প্রথম ছবিতেই নজর কাড়েন। ছবিটিও হিট। প্রথম ছবিতেই আমিরের সঙ্গে কাজ।
advertisement
1/10

তিনি নাকি আমির খানের বর্তমান প্রেমিকা। এই নিয়ে বলিউডে আলোচনা বিস্তর। সম্প্রতি বডিকন ড্রেসে আগুন ধরালেন ফাতিমা সানা শেখ।
advertisement
2/10
দঙ্গল ছবি থেকে আত্মপ্রকাশ বলিউডে। প্রথম ছবিতেই নজর কাড়েন। ছবিটিও হিট। প্রথম ছবিতেই আমিরের সঙ্গে কাজ।
advertisement
3/10
আর সেই আমির খানের সঙ্গেই এখন প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া যায়। বিশেষ করে আমির ও কিরণ রাওয়ের ডিভোর্সের পরে।
advertisement
4/10
আমির ও কিরণ রাওয়ের ডিভোর্সের কারণ কি তিনিই? এমন প্রশ্নও ওঠে। কারণ ফাতিমাই নাকি আমিরের বর্তমান প্রেমিকা।
advertisement
5/10
ইতিমধ্যেই বলিউডে অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী।
advertisement
6/10
কো অর্ড সেটের সঙ্গে ফ্রিঞ্জ হেয়ারস্টাইল। ফাতিমার এই লুক পারদ চড়িয়েছে।
advertisement
7/10
কালো ভেলভেটের পোশাকের সঙ্গে সোনালি বেল্ট। ফ্যাশনিস্তা ফাতিমা সানা শেখ।
advertisement
8/10
থাই পর্যন্ত স্লিট দেওয়া ড্রেস। এই লুকে ফাতিমা যেন রূপকথার কোনও চরিত্র।
advertisement
9/10
বাড়ির ছাদেই ফোটোশ্যুট। সাদা ড্রেসের সঙ্গে কানে বড় দুল। এই লুক পছন্দ নেটিজেনদের।
advertisement
10/10
ব্রাউন রঙের ব্রালেটের সঙ্গে চোখে রোদচশমা। এক্সটিক লুক ফাতিমার।