TRENDING:

Insha Ghai: মাত্র ২৯ বছর বয়সেই থেমে গেল জীবন, প্রয়াত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরা

Last Updated:
Insha Ghai's husband Ankit Kalra dies at 29: বছরখানেক আগেই বিয়ে হয়েছিল তাঁদের। ইনস্টাগ্রামে জনপ্রিয় জুটিদের মধ্যে তাঁরা ছিলেন অন্যতম। অঙ্কিতের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।
advertisement
1/8
মাত্র ২৯ বছর বয়সেই থেমে গেল জীবন, প্রয়াত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনশা ঘাইয়ের স্বামী
মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরা। বছরখানেক আগেই বিয়ে হয়েছিল তাঁদের। ইনস্টাগ্রামে জনপ্রিয় জুটিদের মধ্যে তাঁরা ছিলেন অন্যতম। অঙ্কিতের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। Photo Courtesy: Insha Ghai/Instagram
advertisement
2/8
ইনস্টাগ্রামে ৭ লাখ ২১ হাজারের বেশি ফলোয়ার রয়েছে ইনশার। স্বামী অঙ্কিতের সঙ্গে ফ্যাশন এবং কমেডি রিলস বানাতেন তিনি। ইনশা-অঙ্কিতের চমৎকার রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। দাম্পত্য জীবনের ওঠাপড়াকেই হাসির মোড়কে দর্শকদের সামনে হাজির করতেন তাঁরা। Photo Courtesy: Insha Ghai/Instagram
advertisement
3/8
২০২৩ সালের ফেব্রুয়ারিতে অঙ্কিতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ইনশা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিয়ের ছবি। সেগুলো দেখলে মনে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে মশগুল ইনশা আর অঙ্কিত। এক নতুন জীবনের শুরুতে একে অপরের প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা ভাগ করে নিচ্ছেন যেন। Photo Courtesy: Insha Ghai/Instagram
advertisement
4/8
জানা গিয়েছে, ১৯ অগাস্ট মৃত্যু হয় অঙ্কিত কালরার। ২০ অগাস্ট ইনস্টাগ্রামে স্বামীর মৃত্যুর খবর দেন ইনশা। রাখীবন্ধনের ঠিক পরের দিন। ভাইবোনের উদযাপনের শুভ মুহূর্তে এমন মর্মান্তিক খবর বিশ্বাস করতে পারছেন না অনেকেই। Photo Courtesy: Insha Ghai/Instagram
advertisement
5/8
ইনস্টাগ্রাম পোস্টে অঙ্কিতের ছবি শেয়ার করে ইনশা লিখেছেন, “আমাকেও একদিন নিয়ে যাও। আমি অন্যভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। বেবি, প্লিজ ফিরে এসো। আমি তোমাকে মিস করছি।’’ অঙ্কিতের মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলেননি ইনাশা। তবে জানা গিয়েছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঙ্কিতের। এত কম বয়সে হার্ট অ্যাটাক বিরল ঘটনা। Photo Courtesy: Insha Ghai/Instagram
advertisement
6/8
ইনশার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন ফলোয়াররা। একজন লিখেছেন, “ভেঙে পড়বেন না। মন শক্ত করুন।“ আরেক লিখেছেন, “আমরা সবাই আপনার সঙ্গে আছি। শক্ত থাকুন। অঙ্কিত নেই, বিশ্বাস করতে পারছি না।’’ Photo Courtesy: Insha Ghai/Instagram
advertisement
7/8
অঙ্কিত কালরাও ইনশার মতোই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন। ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি ছিল বিশেষ অনুরাগ। ‘হাউস অফ স্টাইল, বাই স্মৃতি অ্যান্ড ইনশা’ নামের একটি পোশাক সংস্থার সহ মালিকানাও রয়েছে তাঁদের। দু’জনে জুটিতে তৈরি করেছিলেন নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। রিলসে তাঁদের বুদ্ধিদীপ্ত উপস্থিতি অনলাইন ব্যক্তিত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। Photo Courtesy: Insha Ghai/Instagram
advertisement
8/8
ইনশা ঘাই
বাংলা খবর/ছবি/বিনোদন/
Insha Ghai: মাত্র ২৯ বছর বয়সেই থেমে গেল জীবন, প্রয়াত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল