TRENDING:

Farhan Akhtar Shibani Dandekar wedding : চার হাত এক হচ্ছে ফারহান-শিবাণীর! বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরছেন তারকা জুটি

Last Updated:
Farhan Akhtar Shibani Dandekar wedding : দুজনেই ফ্যাশন সচেতন। প্রায়ই রঙ মিলিয়ে পোশাকও পরতে দেখা যায় ফারহান ও শিবাণীকে।
advertisement
1/6
চার হাত এক হচ্ছে ফারহান-শিবাণীর! বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরছেন তারকা জুটি
বলিউডে আরও এক গ্র্যান্ড ওয়েডিং। এবার বিয়ের পিঁড়িতে বসার পালা অভিনেতা ফারহান আখতার ও গায়িকা শিবাণী দন্ডেকরের। বহুদিন ধরে সম্পর্কে আছেন ফারহান ও শিবাণী। তাঁদের রসায়নও পছন্দ নেটিজেনদের।
advertisement
2/6
বিশেষ করে দুজনের ফ্যাশন সেন্সের সামঞ্জস্য নজর কাড়ে নেটিজেনের। দুজনেই ফ্যাশন সচেতন। প্রায়ই রঙ মিলিয়ে পোশাকও পরতে দেখা যায় ফারহান ও শিবাণীকে। আর তাই এবার জল্পনা শুরু হয়েছে, হবু দম্পতি বিয়েতে কী পরছেন।
advertisement
3/6
১৭ ফেব্রুয়ারিতে বসেছিল তারকা জুটির মেহেন্দির আসর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়া চক্রবর্তী, শিবাণীর বোন অনুষা দন্ডেকর, অমৃতা অরোরা সহ আরও অনেকে। রয়েছে আরও বেশ কিছু অনুষ্ঠান। কিন্তু মূল আকর্ষণ হল বিয়ে। এবং বিয়েতে তারকা জুটি কেমন পোশাক পরছেন।
advertisement
4/6
রঙ মিলিয়ে প্রায়ই এক রকমের হুডি পরতে দেখা গিয়েছে ফারহান ও শিবাণীকে। সেই ছবি নিজেরাই শেয়ার করেছিলেন তারকা জুটি। আর তাই বিয়েতেও ফ্যাশন গোল সেট করবেন বলেই মনে করা হচ্ছে
advertisement
5/6
ডিজাইনার পায়েল সিঙ্ঘালের পোশাক পরতে একাধিক বার দেখা গিয়েছে শিবাণীকে। পায়েলের ইভেন্টেই প্রথম নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। শিবাণী পরেছিলেন লেহেঙ্গা। আর ফারহানের পরনে ছিল কুর্তা। তাই পায়েল সিঙ্ঘালের ডিজাইনও বিয়ের জন্য বেছে নিতে পারেন তারকা জুটি।
advertisement
6/6
কিন্তু বলিউডে এখন অন্য ট্রেন্ড। তারকারা সবাই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকেই বিয়ে করেন। দীপাবলিতে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গাই পরেছিলেন শিবাণী। তাই জল্পনা তুঙ্গে যে তারকা জুটিকে সব্যসাচীর ডিজাইনেই দেখা যাবে। বিয়ে হচ্ছে মহারাষ্ট্রীয় রীতি মেনে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Farhan Akhtar Shibani Dandekar wedding : চার হাত এক হচ্ছে ফারহান-শিবাণীর! বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরছেন তারকা জুটি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল