Famous Singer: ৪৫ ভাষায় ৫০ হাজার গান! রবীন্দ্রসঙ্গীত দিয়ে হাতেখড়ি, ৪ সন্তানের বাবাকে বিয়ে, চিনতে পারছেন বিখ্যাত গায়িকাকে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Famous Singer Life Story: হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি-সহ ৪৫টি ভাষায় ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন বলিউডের এই বিখ্যাত গায়িকা। বাঙালি নন, তবু দিব্যি বাংলা বলতে পারেন। বাংলা ভাষা এবং বাংলা গানের প্রতি তাঁর ভালবাসাও সুবিদিত।
advertisement
1/12

বয়স তখন মাত্র ৮। ছোট্ট মেয়েটি একটি সংগীত প্রতিযোগীতায় জিতে নিয়েছিলেন স্বর্ণপদক। সেই শুরু। গত ৫০ বছর ধরে গান গেয়ে চলেছেন। ঝুলিতে গানের সংখ‍্যা প্রায় ৫০,০০০। তাঁর সুরেলা কণ্ঠ ভারতীয় সিনেমায় প্রেমের নতুন সংজ্ঞা তৈরি করেছে।
advertisement
2/12
এসডি বর্মণ, লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মহম্মদ রফির মতো কিংবদন্তি সুরকার এবং গায়কদের সঙ্গে কাজ করেছেন গায়িকা। সোনু নিগম, বাপ্পি লাহিড়ীর মতো সমসাময়িক শিল্পীদের সঙ্গেও অসংখ‍্য সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
advertisement
3/12
হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি-সহ ৪৫টি ভাষায় ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন বলিউডের এই বিখ্যাত গায়িকা। বাঙালি নন, তবু দিব‍্যি বাংলা বলতে পারেন। বাংলা ভাষা এবং বাংলা গানের প্রতি তাঁর ভালবাসাও সুবিদিত।
advertisement
4/12
তিনি কবিতা কৃষ্ণমূর্তি। গায়িকা প্রায় ৩০ বছর ধরে একটি শারীরিক সমস‍্যায় ভুগছিলেন। তবে গানের প্রতি সব সমস‍্যা দূরে ঠেলেও তাঁর সাধনা অটুট। প্লেব‍্যাক হোক রাগপ্রধান সঙ্গীত, সব ক্ষেত্রেই উজ্জ্বল নাম কবিতা।
advertisement
5/12
১৯৭৬ সালে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর প্লেব্যাক গানের কেরিয়ার শুরু হয়। দিল্লিতে একটি তামিল আইয়ার পরিবারে শারদা হিসাবে জন্ম। বাবা, টিএস কৃষ্ণমূর্তি শিক্ষা মন্ত্রকের আধিকারিক।
advertisement
6/12
এক আত্মীয়ার জোরাজুরিতে সুরমা বসুর কাছে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন। পাশাপাশি, তিনি শাস্ত্রীয়সঙ্গীত শিল্পী বলরাম পুরীর কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিতে শুরু করেন।
advertisement
7/12
মাত্র ৮ বছর বয়সে একটি সঙ্গীত প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন কবিতা। ১৯৭৬ সালের 'কাদম্বরী' চলচ্চিত্রের জন্য তার প্রথম গান রেকর্ড করেছিলেন, যার সুরকার ছিলেন বিলায়ত খান।
advertisement
8/12
প্রথম গানেই নিজের জাত চিনিয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। এরপর বিখ‍্যাত সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত তাকে ডাবিং শিল্পী হিসেবে কাজ দেন। চাকরি করার সময় তিনি লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের গানও রেকর্ড করেছিলেন।
advertisement
9/12
১৯৯৯ সালে ১১ নভেম্বর বিখ্যাত বেহালাবাদক এবং সুরকার সুব্রহ্মণ্য লক্ষ্মীনারায়ণকে বিয়ে করেন। কবিতা কখনওই বিয়ের কথা ভাবেননি, তাঁর বিশ্বাস ছিল, চিরকাল ব্যাচেলর থাকবেন। কিন্তু শ্রী সত্য সাঁই বাবা তাঁকে বলেছিলেন, ‘‘তোমার সঙ্গীতের কারণেই তোমার সঙ্গে কারও দেখা হবে এবং তুমি বিয়ে করবে। আর কোনও প্রশ্ন নেই।’’
advertisement
10/12
গানের জগতের দুই শিল্পীর আলাপ গানের মাধ‍্যমেই। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব ও প্রেম। আগের পক্ষের স্ত্রীর সঙ্গে সুব্রহ্মণ্যের চার সন্তান। স্ত্রী ভিজি সুব্রহ্মণ্যর মৃত্যুর পরথেকে সিঙ্গেল ফাদার হিসেবে ব্যক্তিগত এবং পেশাগত জীবন সামলিয়ে যাচ্ছিলেন একা।
advertisement
11/12
কবিতা আসার পর তাঁর সন্তানদের সঙ্গে খুব সুন্দর ভাবে মিশে গিয়েছিলেন। সুব্রহ্মণ্য যখন কনসার্টে যেতেন, তখন কবিতাই তাঁদের সঙ্গে সময় কাটাতেন।
advertisement
12/12
কবিতা জানিয়েছিলেন, গত ৩০-৩৫ বছর ধরে ব্রঙ্কিয়াল সর্দি এবং সাইনাসের সমস্যায় ভুগছেন। তিনি বললেন, ‘‘আমার সাইনাসের সমস্যা আছে... কখনও কখনও, আমি এমনকি হাঁপানিতেও ভুগছি, কিন্তু তা বলে কখনওই গান গাওয়া ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। এটি এমন একটি যুদ্ধ যা অনেকবার লড়েছি। প্রতিবারই জিতেছি এবং এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’’