Famous Bollywood Director: ফের মা হচ্ছেন অবিবাহিত বলি তারকা? ৫ বছরের ছেলের নাকি খেলার সঙ্গী চাই... তুঙ্গে জল্পনা! সুপারস্টারের মেয়েকে চেনেন কি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Famous Bollywood Director: বলিউড থেকে মুম্বইয়ের টেলিভিশন, সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। সুপারস্টারের কন্যা বিয়ে করেননি। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
advertisement
1/6

ফের মা হচ্ছেন পরিচালক-প্রযোজক? ২০১৯ সালে এক পুত্রসন্তানের জন্ম। এবার নতুন জল্পনা শুরু। শোনা যাচ্ছে, বলি সুপারস্টারের মেয়ে নাকি আবার মা হতে চলেছেন। কার কথা বলা হচ্ছে বলুন তো।
advertisement
2/6
বলিউড থেকে মুম্বইয়ের টেলিভিশন, সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। সুপারস্টারের কন্যা বিয়ে করেননি। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এবার নাকি ৫ বছরের ছেলের খেলার সঙ্গীর দরকার।
advertisement
3/6
কথা হচ্ছে একতা কাপুরের। তারকার ঘনিষ্ঠ ব্যক্তির দাবি, প্রযোজক তাঁর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। এবারও সারোগেসির পথই বেছে নিয়েছেন একতা। কিন্তু এই তথ্য কতটা সত্য?
advertisement
4/6
সম্প্রতি, বলিউডের একটি সংবাদমাধ্যমে লেখা হয়েছে, একতা দ্বিতীয়বারের মতো সারোগেসির মাধ্যমে মা হতে চলেছেন। ৫ বছরের ছেলে রবি কাপুর ভাই বা বোন চেয়েছে বলেই নাকি এই সিদ্ধান্ত। বলা হয়েছে, একতার বাবা-মা, জিতেন্দ্র এবং শোভা কাপুরও তাঁর সিদ্ধান্তের পক্ষে।
advertisement
5/6
কিন্তু একতা এই গুঞ্জন শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ সূত্র মারফত। যিনি এই খবরকে ‘মিথ্যা’ বলে নস্যাৎ করে দিয়েছেন। তাঁর দাবি, এই ধরনের দাবিগুলি প্রকাশের আগে যাচাই করা উচিত।
advertisement
6/6
একতার দাদা তুষার কাপুরও ২০১৬ সালে IVF এবং সারোগেসির মাধ্যমে সিঙ্গেল ফাদার হয়েছিলেন। তাঁর ছেলের নাম লক্ষ্য কাপুর। তারকা ভাই-বোন সিঙ্গেল ফাদার এবং সিঙ্গেল মাদার হিসেবে নিজেদের জীবন- গুছিয়ে নিয়েছেন।