Fact Check: পাকাপাকি সব শেষ...! এটা হওয়ারই বাকি ছিল! 'বচ্চন' পদবীও মুছে ফেললেনঐশ্বর্য, সত্যিই কি তাই? আসল ঘটনা জানলে মাথা ঘুরে যাবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Fact Check: ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রটলেও কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি৷ তবে এবার সেই গুঞ্জন এবার আরও জোরালো হল সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হতেই৷
advertisement
1/9

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়া সরগরম৷ প্রতিনিয়ত কোনও না কোন ঘটনা নিয়ে তোলপাড় টিনসেল টাউন৷
advertisement
2/9
ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রটলেও কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি৷ তবে এবার সেই গুঞ্জন এবার আরও জোরালো হল সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হতেই৷
advertisement
3/9
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন । ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর নিয়ে ইতিমধ্যেই উত্তাল টিনসেল টাউন৷ অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়৷ দীর্ঘদিন ধরেই তা নিয়ে কানাঘুষো চলছে৷
advertisement
4/9
সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চন দুবাইতে গ্লোবাল উইমেনস ফোরাম ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি আবেগের সঙ্গে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন।
advertisement
5/9
প্যানেলিস্টদের প্রশংসা করে ইভেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ঐশ্বর্য একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি অনেক ক্ষেত্রে মহিলাদের কাজ এবং প্রচেষ্টার প্রশংসা করেছেন। ঐশ্বর্য যখন মঞ্চে আসেন, তখন ব্যাকগ্রাউন্ডে তার নাম এবং পেশা 'ঐশ্বর্য রাই' বলে একটি বড় পর্দায় দেখানো হয়৷ যা নিমেষে ভাইরাল হয় নেটদুনিয়ায়৷
advertisement
6/9
অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় আচমকাই নিজের নাম থেকে বচ্চন পদবি সরিয়ে দিতেই জল্পনা ফের দানা বাধতে শুরু করেছে৷ ফের সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে।
advertisement
7/9
তবে নিউজ ১৮ একটি সত্যতা যাচাই করেছে এবং সেখানে দেখা গেছে ঐশ্বর্যের ভেরিফায়েড অ্যাকাউন্টে তার নাম এখনও 'ঐশ্বর্য রাই বচ্চন' হিসেবে লেখা আছে। শুধু তাই নয়, ঐশ্বর্য রাই বচ্চনের সংক্ষিপ্ত নামও 'এআরবি' রেখেছেন তিনি। দুবাই ইভেন্টের ভিডিওতে, তার প্রথম নামটি স্থান বা পেশাদার প্রতিনিধিত্বের জন্য ব্যবহার করা হয়েছে। বৈবাহিক উপাধি বাদ দেওয়ার কোনও ইঙ্গিত নেই ঐশ্বর্যর দিক থেকে৷
advertisement
8/9
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই ২০০৭ সালের এ বিয়ে করেছিলেন। খুব অল্প সময় ডেটিংয়ের পরেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। ২০১১ সালের নভেম্বর মাসে তাঁদের ঘরে আসে কন্যা আরাধ্যা বচ্চন।
advertisement
9/9
গুঞ্জনে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চরম পর্যায়ে পৌঁছেছে বচ্চন পরিবারের অশান্তি৷ সূত্রের খবর, পারিবারিক দাম্পত্য কলহের জেরে নাকি বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন৷ তবে কি শুধুই পারিবারিক অশান্তির জন্য ডিভোর্সের পথে হাঁটছেনঐশ্বর্য-অভিষেক? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে৷