Esha Gupta: ডিম্বাণু সংরক্ষণের খরচ অনেক... তাও সন্তানের জন্য সব করতে পারি, জলদিই বিয়ের পথে হাঁটবেন বলি তারকা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Esha Gupta: ‘‘আমি যদি আজ অভিনেত্রী না হতাম, তিন সন্তানের জন্ম দিয়ে ফেলতাম এতদিনে,’’ এমনই জানিয়েছেন বলি তারকা এষা গুপ্তা।
advertisement
1/7

‘‘আমি যদি আজ অভিনেত্রী না হতাম, তিন সন্তানের জন্ম দিয়ে ফেলতাম এতদিনে,’’ এমনই জানিয়েছেন বলি তারকা এষা গুপ্তা। মা হওয়ার পরিকল্পনা অনেকদিনেরই। কিন্তু পেশার কারণেই সেই পদক্ষেপ করতে একটু সময় নিয়েছেন।
advertisement
2/7
সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানিয়েছেন, ২০১৭ সালেই তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন। তাঁর কথায়, ‘‘আমি সেই সময়ে এগ ফ্রিজিং করেছিলাম, তখন ভারতে এটি সত্যিই ব্যয়বহুল ছিল। কিন্তু আমি জানতাম যে আমার স্বাস্থ্যের জন্য এটা করতেই হবে।’’
advertisement
3/7
‘‘এগুলি (ডিম্বাণু) আমার সন্তান। আমি যদি অভিনেত্রী না হতাম, তবে আমার ইতিমধ্যেই তিনটি বাচ্চা থাকত। আমি সবসময়ই মা হতে চাইতাম, তাই আমার মনে হয় আমার তিনটি বাচ্চাই হত।’’
advertisement
4/7
জান্নাত ২ অভিনেত্রী এখন স্প্যানিশ ব্যবসায়ী ম্যানুয়েল ক্যাম্পোস গুলারের সঙ্গে প্রেম করছেন। শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। এষা বলেন, ‘‘ম্যানুয়েলের সঙ্গে দেখা হওয়ার আগেই আমি ২০১৭ সালে আমার এগ ফ্রিজিং করেছি।’’
advertisement
5/7
‘‘ম্যানুয়েলের সঙ্গে ২০১৯ সালে দেখা। তার আগে প্রায় সাড়ে তিন বছর ধরে সিঙ্গল ছিলাম। আমার দেখা হওয়াটা খুবই আকস্মিক ছি। এবং তখন থেকেই জানতাম, আমরা ডেট করছি না, প্রেম করছি। ডেট করার বয়স আর নেই। সব ঠিক থাকলে বিয়েই করব বলে জানতাম।’’
advertisement
6/7
‘‘আমি সবসময় বাচ্চাদের ভালোবাসি। ম্যানুয়েলও সে কথা জানে। বাবা হওয়ার জন্য সে প্রস্তুত। বিয়ের পর হয় IVF অথবা সারোগেসির মাধ্যমে মা হব। আমার শরীর তখন কেমন থাকবে, তার উপর নির্ভর করবে।’’
advertisement
7/7
এষা এবং ম্যানুয়েল খুব শীঘ্রই বিয়ে করবেন। তবে এষা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কেবল তাঁর স্বাস্থ্যের দিকে নজর দিতে চান।