Esha Gupta: বুকের নীচে ট্যাটু ফুটে উঠল এষার নতুন কালো কাটআউট পোশাকে, রইল ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
Esha Gupta: বলিউডে নায়িকা হতে গেলে শরীরে কাঁটাছেঁড়া করাতে হবে। অস্ত্রোপচার করিয়ে নাক টিকলো করানোর উপদেশ দেওয়া হয় এষাকে।
advertisement
1/7

কালো কাটআউট ড্রেসে এষা গুপ্তা। বুকের নীচে, কোমরের উপরে এক ফালি ট্যাটু যেন আরও স্পষ্ট এই রঙের পোশাকে। হাতের ট্যাটুও শোভা পাচ্ছে তাঁর শরীরে।
advertisement
2/7
খোলা চুলে, এই পোশাকে বলি নায়িকার শরীরের বিভঙ্গ যেন আরও ফুটে উঠেছে। পায়ে আবার কালো রঙের সুতো পরে সাজ পূর্ণ করেছেন। সঙ্গে সোনালী রঙের হাই হিল।
advertisement
3/7
কালো পোশাকে এষার শ্যামলা গায়ের রং যেন আরও উজ্জ্বল। তাঁর রূপে আগুনে ছারখার সব কিছু। তাও বর্ণবিদ্বেষ শিকার হয়েছেন বার বার। নিজেই জানিয়েছেন সে কথা।
advertisement
4/7
অভিনয় জগতে পা দেওয়ার পর তাঁকে উপদেশ দেওয়া হয়, তিনি যেন নিজের গায়ের রং ফর্সা করতে একটি বিশেষ ইঞ্জেকশন ব্যবহার করেন। এষা এখন সেই কথাগুলি মনে করে আক্ষেপ করেন, "কখনও কখনও আমি তাদের কথায় ভেসে যেতাম কত বার।''
advertisement
5/7
তাঁকে এমনও বলা হয়েছিল, বলিউডে নায়িকা হতে গেলে শরীরে কাঁটাছেঁড়া করাতে হবে। অস্ত্রোপচার করিয়ে নাক টিকলো করানোর উপদেশ দেওয়া হয়। বলা হয়েছিল, তাঁর নাক গোল। কিন্তু সেই এষাই কেবল কালো রং নয়, সব রঙের পোশাকেই মোহময়ী।
advertisement
6/7
এষা বলেন, ''বলিউডে নায়িকাদের বিশ্বাস করানো হয় যে তাঁরা সুন্দরী নন, বা তাঁদের শরীরে খুঁত রয়েছে। নিখুঁত হওয়ার প্রতিযোগিতায় পা দিয়ে ফেলেছেন তাঁরা।''
advertisement
7/7
কিন্তু শেষ মেশ এষা সেই ফাঁদে পা দিতে দিতেও দেননি। সে সব ছাড়াই তিনি অপরূপ। নিজের শরীর এবং চেহারার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে গিয়েছেন দুর্বার গতিতে।