Esha Deol Divorce: ডিভোর্সের খবরে পাকাপাকি শিলমোহর! সত্যিই কি ১১ বছরের সংসারে ভাঙন? এষার পোস্টে বিরাট জল্পনা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Esha Deol Divorce: বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ভাঙনের খবর৷ দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন এষা দেওল ও তাঁর স্বামী ভারত তখতানি৷
advertisement
1/7

বলিউডে আজ সম্পর্ক গড়ছে তো কাল সম্পর্ক ভাঙছে৷ ভাঙা-গড়ার খেলায় সর্বদাই মেতে উঠেছে বি-টাউন৷ বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ভাঙনের খবর৷ দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন এষা দেওল ও তাঁর স্বামী ভারত তখতানি৷
advertisement
2/7
ব্যক্তিগত জীবন নিয়ে মোটেই মুখ খুলতে পছন্দ করেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷ পুরো বিষয়টা নিয়েই স্পিকটি নট অভিনেত্রী৷ তবে এবার সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্টে বিচ্ছেদের জল্পনা যেন আরও একটু উস্কে দিলেন নায়িকা৷
advertisement
3/7
নিজের সোশ্যাল মিডিয়ায় জীবনের প্রথম সিনেমার গান শেয়ার করে এষা লিখেছেন- কিছু জিনিস যেতে দেওয়াই ভাল৷ শুধু নাচই মনকে আনন্দ দিতে পারে৷ এষার এই পোস্ট দেখেই নতুন করে ডিভোর্সের জল্পনায় যেন শিলমোহর পড়ল৷
advertisement
4/7
২০১২ সালে ধুমধমা করে ভারতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এষা দেওল৷ সূত্র বলছে ২০১৩ সালের শেষের দিক থেকেই আলাদা রয়েছেন এষা ও ভারত৷ নিজের সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছেড়েছেন নায়িকা৷
advertisement
5/7
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নাকি ভারতের সঙ্গে জটিলতা বাড়ছিল৷ শেষে নাকি ডিভোর্সের পথে হেঁটেছেন তারকা দম্পতি৷ তবে পুরো বিষয়টা এখনই খোলসা করতে চান না নায়িকা৷
advertisement
6/7
সংবাদমাধ্যমকেও এষা জানিয়েছিলেন, আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না৷ ব্যক্তিগত জীবনে প্রাইভেসি চাই৷ এবং সকলের সহাভূতিতে আমি আপ্লুত৷
advertisement
7/7
উল্লেখ্য, মায়ের জন্মদিন হোক বা কোনও বলিউড পার্টি সব জায়গাতেই এষাকে একা দেখা গিয়েছে৷ এমনকী আমির খানের মেয়ের বিয়েতেও মা হেমার সঙ্গে দেখা গিয়েছে৷ এতেও জল্পনা বাড়ছে৷