Esha Deol Divorce: ছোট মেয়ের জন্মের পর স্বামী ভরতের দেখভাল করতে পারতেন না ধর্মেন্দ্র-কন্যা এষা, নায়িকা বললেন, ‘ও বিরক্ত হত’!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Esha Deol Divorce: ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এষা ও ভরত। প্রায় এক দশকের সম্পর্কে ইতি। যৌথ বিবৃতিতে এষা ও ভরত জানিয়েছেন, ‘পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে’ তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
1/10

বিয়ে ভাঙল এষা দেওলের। মঙ্গলবার স্বামী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা।
advertisement
2/10
২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এষা ও ভরত। প্রায় এক দশকের সম্পর্কে ইতি। যৌথ বিবৃতিতে এষা ও ভরত জানিয়েছেন, ‘পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে’ তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
3/10
এষা ও ভরতের দুই কন্যা, রাধ্যা ও মিরায়া। ২০২০ সালে ‘আম্মা মিয়া’ নামে একটি বই লিখেছিলেন এশা। তাতে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পাঠকের সঙ্গে।
advertisement
4/10
দ্বিতীয়বার মা হওয়ার গল্প শুনিয়েছেন। সেখানেই লিখেছিলেন, দ্বিতীয়বার মা হওয়ার পর ভরত মনে করেছিলেন তিনি এষার কাছে আর গুরুত্ব পাচ্ছেন না, অবহেলিত হচ্ছেন।
advertisement
5/10
‘’দ্বিতীয় সন্তানের পর, অল্প সময়ের জন্য হলেও আমি লক্ষ্য করি, ভরত বিরক্ত, আচার আচরণে কিছুটা খামখেয়ালি’’, রিপোর্ট অনুযায়ী বইতে এ কথা লিখেছেন এষা।
advertisement
6/10
আরও লিখেছেন, ‘‘ভরতের মনে হত, আমি ওকে যথেষ্ট সময় দিচ্ছি না। স্বামী হিসেবে এমন মনে হওয়াটা খুব স্বাভাবিক, কারণ সেই সময় আমি রাধ্যার প্লে স্কুল আর মিরায়াকে খাওয়ানো ঘুম পাড়ানোতেই ব্যস্ত থাকতাম। এর সঙ্গে ছিল বই লেখা আর প্রোডাকশনের মিটিং। ফলে ভরতের এরকম মনে হত। আমিও নিজের ভুল বুঝতে পারি।’’
advertisement
7/10
বেশ কিছু উদাহরণও দিয়েছেন এষা, ‘‘ভরত আমাকে নতুন টুথব্রাশের কথা বলেছিল। আমি ভুলে গিয়েছিলাম। কখনও জামা ইস্ত্রি করতে ভুলে গিয়েছি। ভরতের টিফিনে কী রয়েছে, সেটা দেখারও সময় পেতাম না।’’
advertisement
8/10
কিন্তু তারপরেও তাঁদের মধ্যে প্রেম ছিল। প্রেম বাঁচিয়ে রাখতে তাঁরা কী করেছেন তাও বইতে জানিয়েছেন এষা। তিনি লিখেছেন, ‘‘ওর চাহিদা খুব কম। এরপরেও যদি আমি ওর দেখভাল করতে না পারি সেটা আমার দোষ।’’
advertisement
9/10
‘‘আমি নিজেকে দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা করেছি। ভেবে দেখলাম। বহুদিন ওঁর সঙ্গে সিনেমা বা ডিনার ডেটে যাইনি। আবার সে সব শুরু করলাম’।
advertisement
10/10
অনেক দিন ধরেই এষা ও ভরতের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই নিয়ে অনেক খবরও হয়। গত বছর শাশুড়ি হেমা মালিনীর জন্মদিনের অনুষ্ঠানে যাননি ভরত। দেখা যায়নি এষার জন্মদিনের অনুষ্ঠানেও। তখন থেকেই জল্পনা শুরু হয়। এবার সত্যিই বিচ্ছেদ হয়ে গেল এষা-ভরতের।