Rukmini Moitra: এ কী হল! মাথা নেড়া, সব চুল উড়িয়ে দিলেন রুক্মিণী... দেবের প্রেমিকাকে দেখে হতবাক নেটপাড়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কমেডি ছবি 'বুমেরাং'-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই তা নজর কাড়ে সকলের। উড়ন্ত সুপারবাইকে চেপে চলেছেন জিৎ। দ্বৈত ভূমিকা রুক্মিণীর।
advertisement
1/5

সকাল সকাল চমকে গেল নেটপাড়া। টলি সুন্দরী রুক্মিণীর রূপ দেখে চমকে গেল সবাই। মাথা নেড়া। একটা চুলও নেই। তাতেই ফটোশ্যুট করেছেন তিনি।
advertisement
2/5
কমেডি ছবি 'বুমেরাং'-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই তা নজর কাড়ে সকলের। উড়ন্ত সুপারবাইকে চেপে চলেছেন জিৎ। দ্বৈত ভূমিকা রুক্মিণীর।
advertisement
3/5
এটা কি নতুন স্টাইল? নাকি কোনও চরিত্রের লুক এটি? ঠিক ভেবেছেন। আসন্ন ছবির জন্যই এই লুক তাঁর। যা রীতিমতো চমকে দেওয়ার মতো।
advertisement
4/5
জিৎ, রুক্মিণী, ছাড়াও ছবিতে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের।
advertisement
5/5
শ্যুটিংয়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই রোল যে রুক্মিণীর জন্য চ্যাবেঞ্জিং তা আর বলার অপেক্ষা রাখে না।