Emraan Hashmi Son Cancer Update: ইমরান হাশমির একমাত্র ছেলে বিরল ক্যানসার রোগে আক্রান্ত ছিল, এখন পুরোপুরি সুস্থ! দেখুন ছবি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Emraan Hashmi Son Cancer Update: বলিউডের সুপারস্টার অভিনেতা ইমরান হাশমি। তাঁর একমাত্র ছেলে আয়ান ক্যানসার জয়ী। অত্যন্ত বিরল এক ক্যানসার উলমস টিউমরে আক্রান্ত হয়েছিল ইমরানের ছেলে।
advertisement
1/11

বলিউডের সুপারস্টার অভিনেতা ইমরান হাশমি। তাঁর একমাত্র ছেলে আয়ান ক্যানসার জয়ী। অত্যন্ত বিরল এক ক্যানসার উলমস টিউমরে আক্রান্ত হয়েছিল ইমরানের ছেলে।
advertisement
2/11
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। বিভিন্ন ছবিতে চুম্বনের জন্য বিশেষ ভাবে নজরকাড়া ইমরানের জীবনের রয়েছে এক গভীর দুঃখ।
advertisement
3/11
ভয়াবহ অভিজ্ঞতা। ইমরান হাশমির ছেলের ৪ বছর বয়স থেকে ক্যানসার। ছেলের ক্যানসারের আশঙ্কা ও সন্তান হারানোর ভয় কুড়ে কুড়ে খেয়েছে অভিনেতাকে। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ইমরান হাশমি।
advertisement
4/11
নায়ক বলেছেন, '২০১৪ সালের ১৩ জানুয়ারি রোজকার ছুটির দিনের মতো তাজ ল্যান্ডস এন্ড হোটেলে ছেলেকে নিয়ে পিৎজা খেতে গিয়েছিলাম। টেবিলেই আচমকা ওর প্রস্রাব হয়ে যায়, রক্ত বেরিয়ে আসে প্রস্রাবের সঙ্গে, ওটাই ছিল প্রথম লক্ষণ। আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তার ঘণ্টা তিনেক পর জানতে পারলাম আমার ছেলেক ক্যানসার হয়েছে। তার এক মাস পর ওর ৪ বছরের জন্মদিন।'
advertisement
5/11
ছোট্ট ছেলের ক্যানসার। অস্ত্রোপচারে বাদ দিতে হয় একটি কিডনিও। নিজের লেখা বইতে সন্তানের সেই যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন অভিনেতা ইমরান হাশমি। সন্তান সুস্থ হয়ে ওঠার পরে ‘দ্য কিস অফ লাইফ-- হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে ওই বইটি লেখেন ইমরান। তাতে ক্যানসারের সঙ্গে ছেলে আয়ান তথা পরিবারের লড়াইয়ের কাহিনি বর্ণনা করেছেন অভিনেতা।
advertisement
6/11
সঠিক সময়ে সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ইমরানের ছেলে আয়ান। তারপরেই ক্যানসার-জয়ী ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন ইমরান। সঙ্গে রয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ইমরানের ছেলে আয়ান তাঁরই লেখা একটি বই পড়ছে। যে বইয়ের উপজীব্য হল, আয়ান কীভাবে ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জিতে গিয়েছে।
advertisement
7/11
ছেলের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে ইমরান লিখেছেন, ‘সর্বদা এমন একজনের উপর আমি ভরসা রাখতে পারি। আমার ছেলে, আমার বন্ধু, আমার সুপারহিরো- আয়ান।’
advertisement
8/11
২০১৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিল আয়ান। ৫ বছর লড়াইয়ের পর অবশেষে আয়ানের জীবনীশক্তির কাছে হার মানে ক্যানসার। ইমরানের সেই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ বাবা-ছেলের রসায়নে মুগ্ধ, তো কেউ হার্ট ইমোজি দিয়ে ভালবাসা জানিয়েছেন।
advertisement
9/11
ছেলের ক্যানসার লড়াইয়ের পর্ব চলাকালীন ইমরান একটি শো-তে অমিতাভ বচ্চনকে বলেছিলেন, 'আমার ছেলে আয়ানের রেমিশন পর্ব যখন চলছিল- যখন ক্যান্সার আবার ফিরে আসতে পারে, আমাদের খুব কঠিন সময় গেছে! প্রচুর ভয় পেয়েছি। পুরো প্রক্রিয়াটিই মনস্তাত্ত্বিকভাবে বিরক্তিকর।'
advertisement
10/11
এগারো বছর আগে ১৩ জানুয়ারি ছেলে সম্পূর্ণ ক্যানসার মুক্ত হয়েছিল বলে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ইমরান হাশমি।
advertisement
11/11
সম্প্রতি ছেলের সঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে ইমরানের।