Emraan Hashmi Serial Kisser: বৌদির সঙ্গে পর পর ঘনিষ্ঠ দৃশ্য! কোন নায়িকার সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়ান ইমরান
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Emraan Hashmi Serial Kisser: ‘বলিউডের সিরিয়াল কিসার’। একের পর এক চুম্বন দৃশ্যে বাজিমাত করে এমনই আখ্যা আদায় করেছিলেন অভিনেতা ইমরান হাশমি।
advertisement
1/8

‘বলিউডের সিরিয়াল কিসার’। একের পর এক চুম্বন দৃশ্যে বাজিমাত করে এমনই আখ্যা আদায় করেছিলেন অভিনেতা ইমরান হাশমি।
advertisement
2/8
এক সময়ে এমনই ধারণা হয়ে গিয়েছিল, ইমরান অভিনীত ছবি মানেই তাতে শয্যাদৃশ্য থাকবেই আর যা নিয়ে তুমুল চর্চা চলবে।
advertisement
3/8
সেই ইমরান যদিও তার পর একাধিক উচ্চপ্রশংসিত ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। তাও এই আখ্যা মুছে যায়নি আজও। জানেন কি, এক সময়ে নিজের বৌদির সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাঁকে।
advertisement
4/8
নিজের খুড়তুতো ভাই মোহিত সুরির পরিচালনায় ‘জেহের: আ লাভ স্টোরি’ ছবিতে কাজ করেছিলেন ইমরান। বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী উদিতা গোস্বামীকে।
advertisement
5/8
‘উও লমহে’, ‘আগার তুম মিল যাও’র মতো গানগুলিতে নায়ক নায়িকার রসায়ন পারদ চড়িয়েছিল। একদিকে উদিতা-ইমরানের ঘনিষ্ঠ দৃশ্য আলোচনার কেন্দ্রে, অন্যদিকে পর্দার পিছনে অন্যই গল্প তৈরি হচ্ছিল।
advertisement
6/8
ছবির পরিচালক মোহিতের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছিল উদিতার। একে অপরের কাছাকাছি আসতে শুরু নায়িকা ও পরিচালক। তার পরে তাঁরা আট বছর প্রেম করেন। ২০১৩ সালের ২৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন মোহিত ও উদিতা।
advertisement
7/8
এখন তাঁরা দুই সন্তানের বাবা-মা। পরবর্তী কালে ইমরানের সঙ্গে আরও একটি ছবিতে অভিনয় করেন উদিতা। ‘আকসার’ ছবিটি যদিও বক্স অফিসে খুব একটা ছাপ রেখে যেতে পারেনি।
advertisement
8/8
কিন্তু ‘ঝলক দিখলা যা’ গানটি তুমুল জনপ্রিয় হয়। সেখানেও নিজের বৌদির সঙ্গে ইমরানের রসায়ন বেশ আলোচিত হয়েছিল।