Elli AvrRam: অভিনয় করার স্বপ্ন নিয়ে সুদূর ইউরোপ থেকে মুম্বই এসেছিলেন অভিনেত্রী; তাঁর কঠিন লড়াই চোখে জল এনে দেবে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কথা হচ্ছে এলি আব্রামের! সুদূর সুইডেন থেকে দু’চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কোনওক্রমে টাকা জোগাড় করে পাড়ি দিয়েছিলেন ভারতে।
advertisement
1/8

আলাদা করে আজ তাঁর পরিচয়ের প্রয়োজন হয় না। কারণ প্রায় এক দশক ধরে বি-টাউনে রাজত্ব করছেন তিনি। বলিউডের বিদেশিনী সুন্দরীদের মধ্যে অন্যতম তিনি। কথা হচ্ছে এলি আব্রামের! সুদূর সুইডেন থেকে দু’চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কোনওক্রমে টাকা জোগাড় করে পাড়ি দিয়েছিলেন ভারতে। এর পরেই রাতারাতি প্রচারের আলোয় এসে গিয়েছিলেন। কাজ করেছেন বিভিন্ন টিভি শো এবং বলিউডি ছবিতেও। অভিনেত্রীর জন্মদিনে তাঁর জীবনের সেই লড়াইয়ের গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
2/8
আদতে সুইডেনের বাসিন্দা এলি। তাঁর বাবা গ্রিক সঙ্গীতজ্ঞ এবং মা অভিনেত্রী। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন এলি। আর অদ্ভুত ভাবে সেই সময় থেকেই অভিনেত্রী ভারতের প্রতি একটা টান অনুভব করতেন।
advertisement
3/8
একবার এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন খোদ এলি। বলেছিলেন যে, পাঁচ বছর বয়স থেকেই ভারতীয় নৃত্য এবং রঙবেরঙের জামাকাপড়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। আর বাবা যেহেতু গ্রিক সঙ্গীতজ্ঞ ছিলেন, তাই ভারতের প্রতি এই টানটা আরও দৃঢ় হয়।
advertisement
4/8
কারণ গ্রিক সঙ্গীতের সঙ্গে ভারতীয় সুরের একটা মিল রয়েছে। ফলে প্রথম থেকেই বি-টাউনে অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকা করতে চাইতেন এলি। ফলে সেই সময় থেকেই স্টকহোমের একটি ভিডিও স্টোরে গিয়ে হিন্দি ছবি দেখার নেশায় পেয়েছিল তাঁকে। পরে অবশ্য ইউটিউবেও হিন্দি ছবি দেখতে শুরু করেন অভিনেত্রী।
advertisement
5/8
তবে স্বপ্ন দেখলেই তো হল না, তা সত্যি করার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়! এলিও তার ব্যতিক্রম নন! এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সুইডেন থেকে ভারতে পৌঁছতে তাঁর তিন বছর লেগে গিয়েছিল। কারণ তাঁর বাবা কড়া ধাঁচের মানুষ ছিলেন। ফলে তাঁকে বোঝানো অতটাও সহজ ছিল না। এলি আরও বলেন, “আমি একটি গহনার দোকানে কাজ করতাম। সেখান থেকে আয় করা টাকা জমিয়ে রাখতাম ভারতে পৌঁছানোর জন্য।”
advertisement
6/8
মেয়ের কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হন তাঁর বাবাও। মেয়ের স্বপ্ন পূরণের জন্য অনুমতি দেন। আসলে মেয়ে ভিন দেশে চলে যাওয়ার আশঙ্কা ছিল তাঁর মনে।
advertisement
7/8
বলিউডে পা রেখে অল্প সময়ের মধ্যেই নাম করেন এলি। খোদ সলমন খানেরও সহযোগিতা পেয়েছেন তিনি। রিয়্যালিটি শো ‘বিস বস ৭’-এ দেখা গিয়েছিল তাঁকে। কিছু সময়ের মধ্যেই প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী। তাঁর হাতে আসে ‘মিকি ভাইরাস’ ছবির অফার। বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি। তবে এই ছবি তাঁর কেরিয়ারের দরজা খুলে দিয়েছিল।
advertisement
8/8
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গেও কাজ করেছেন এলি। এছাড়া ‘কিস কিসকো পেয়ার করু’, ‘মালং’, ‘উংলি’ এবং ‘পোস্টার বয়েজ’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। এবার অভিনেত্রীকে দেখা যাবে টাইগার শ্রফের ‘গণপত’ ছবিতে।