Durnibar-Mohor Baby Shower: স্পষ্ট 'বেবিবাম্প'! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Durnibar-Mohor Baby Shower: এবার বিয়ের বছর ঘোরার আগেই সাধ খেলেন মোহর৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সাধ খাওয়ার ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা সেন৷
advertisement
1/5

গত বছরেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দুর্নিবার সাহা৷ ৯ মার্চ ঘটা করে মোহরের সঙ্গেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক দুর্নিবার সাহা বিয়ের ৭ মাসের মধ্যেই সুখবর দেন ঐন্দ্রিলা ও দুর্নিবার৷ গত ১৫ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার সুখবর দেন মোহর৷
advertisement
2/5
এবার বিয়ের বছর ঘোরার আগেই সাধ খেলেন মোহর৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সাধ খাওয়ার ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা সেন৷ ছবির ক্যাপশনে লেখা- অসাধ্য সাধনের সাধে৷ ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
3/5
শাড়ির উপর দিয়েই স্পষ্ট বেবিবাম্প৷ হাতে শাখা-পলা, গা ভর্তি গয়না, মাথায় সিঁদুর পরে সাধের দিন সেজেছেন মোহর৷ সকলেই হবু মা-কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
4/5
সাধের দিন চওড়া হলুদ পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন ঐন্দ্রিলা৷ এবং সাদা রঙের লাল কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন দুর্নিবার সাহা৷ স্ত্রী-কে আগলে ধরে আদুরে পোজ দিয়েছেন গায়ক৷
advertisement
5/5
চোখে-মুখে স্পষ্ট মাতৃত্বের আভা৷ পঞ্চব্যঞ্জনে থালা সাজিয়ে এদিন সাধ খেলেন মোহর৷ সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোহর৷ সোফায় বসে ক্যামেরায় পোজ দিয়েছেন দুর্নিবারের স্ত্রী৷ সাধভঙ্গনের প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মোহর৷