Durga Puja Fashion: এবার পুজোয় আলিয়ার 'রানি' শাড়ি পরতে চান? কলকাতার বাজারে ছেয়ে গিয়েছে, জানুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Durga Puja Fashion: সিনেমায় আলিয়ার বাঙালি মেয়ের লুকেতে মুগ্ধ দুনিয়া। ছবিতে তাঁর শাড়ি, নাকের নথ, চোখের কাজল নজর কেড়েছে। সদ্য মুক্তি পাওয়া Rocky Aur Rani- তে আলিয়ার শিফন শাড়ি বর্তমানে খুবই ট্রেন্ডিং।
advertisement
1/7

পুজোর বাকি আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। ষষ্ঠী থেকে দশমী, কোন দিন কোন পোশাক পরবেন, তার কেনাকাটাও শুরু হয়ে গেছে।
advertisement
2/7
প্রতিবছর পুজোর আগে নজর কাড়ে বিভিন্ন সেলিব্রেটির লুক। চলতি বছরে মুক্তি পেয়েছে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’। সিনেমায় আলিয়ার বাঙালি মেয়ের লুকেতে মুগ্ধ দুনিয়া। ছবিতে তাঁর শাড়ি, নাকের নথ, চোখের কাজল নজর কেড়েছে।
advertisement
3/7
সদ্য মুক্তি পাওয়া Rocky Aur Rani- তে আলিয়ার শিফন শাড়ি বর্তমানে খুবই ট্রেন্ডিং। বাহারি রঙের শিফন শাড়ি পাওয়া যাচ্ছে গোলাপি, হলুদ, সবুজ, আকাশি নানা রঙের কম্বিনেশনে।
advertisement
4/7
বলিউড স্টাইল এই শাড়ি এবার কিনে ফেলুন কলকাতাতে বসেই। এই সিনেমায় আলিয়াকে যে সব শাড়িতে দেখা গিয়েছিল প্রায় সব শাড়িই পাওয়া যাচ্ছে। দামও সাধ্যের মধ্যেই। ৮০০ থেকে শুরু হয়ে ৫০০০ টাকার মধ্যে।
advertisement
5/7
গড়িয়াহাটের হিন্দুস্থান রোড, ডোভার টেরেসের কাছে বেশ কিছু দোকান রয়েছে এই শাড়ি। জর্জেটের শাড়ির দাম শুরু ৬৫০ টাকা থেকে।
advertisement
6/7
বউবাজারে,এসপ্ল্যানেড, ময়দান আর ফোরাম মলের সামনে বেশ কিছু দোকান রয়েছে- ওখানেও পাওয়া যাচ্ছে এই শাড়ি। বিভিন্ন রং এবং বিভিন্ন দামের। অনেক রিলস রয়েছে এখন, সেসব দেখলেই পাবেন দোকানের খোঁজ।
advertisement
7/7
অল্পবয়সীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে এই শাড়ি। শুধু দোকানেই নয়, অনলাইনেও মিলছে এই শাড়ি। Meesho, Amazon বা Myntra থেকেও কিনতে পারেন এই শাড়ি।