Raj Chakraborty-Shubhashree Ganguly: নতুন অতিথির অপেক্ষা! রাজের সঙ্গে মহাষ্টমীর সকালে সেজে উঠলেন শুভশ্রী, রইল ছবি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Raj Chakraborty-Shubhashree Ganguly: অষ্টমীতে তাক লাগালেন রাজ-শুভশ্রী। সেজেগুজে মণ্ডপে ঘুরছেন তারকা-দম্পতি। বিশেষ মুহূর্ত লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে।
advertisement
1/5

সারা বছরই কাজের ব্যস্ততা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাঁকডাকের মধ্যেই কেটে যায় দিন। তবে পুজোর চারটে দিন মন ভরে আনন্দ করেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
2/5
অষ্টমীতে তাক লাগালেন রাজ-শুভশ্রী। সেজেগুজে মণ্ডপে ঘুরছেন তারকা-দম্পতি। বিশেষ মুহূর্ত লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে।
advertisement
3/5
লাল রঙের সালোয়ারে সেজে উঠেছেন শুভশ্রী। রাজের পরনে লাল পাঞ্জাবি এবং সাদা ধুতি।
advertisement
4/5
রাজ-শুভশ্রী তো বটেই, সেজে উঠেছে ইউভানও। লাল পাঞ্জাবি, নীল ধুতি পরে ঘুরছে সে।
advertisement
5/5
আর কয়েক দিনের অপেক্ষা। এর পরেই তিন থেকে চার হবেন রাজ-শুভশ্রী। আপাতত তারয দিন গুনছেন তাঁরা।