Mimi Chakrabarty: ঘোরাঘুরি হোক বা অঞ্জলি, দেখাবে নায়িকার মতো! মিমির সাজই শেখাবে তাক লাগানোর কায়দা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শাড়ি পরুন বা কুর্তি, কীভাবে সাজলে আপনি হয়ে উঠবেন নজরকাড়া? টলি অভিনেত্রী মিমির বিভিন্ন লুক থেকে শিখে নিতে পারেন।
advertisement
1/10

পুজো মানেই চারটে দিন নিজেকে নতুন ভাবে সাজিয়ে তোলা। আবার সেইসঙ্গে সাজে নতুনত্বও থাকা চাই। শাড়ি পরুন বা কুর্তি, কীভাবে সাজলে আপনি হয়ে উঠবেন নজরকাড়া? টলি অভিনেত্রী মিমির বিভিন্ন লুক থেকে শিখে নিতে পারেন।
advertisement
2/10
টলি নায়িকাদের মধ্যে অন্যতম ফ্যাশনিস্তা মিমি। চিরাচরিত শাড়ি হোক বা অন্য কোনও পোশাক, মিমির স্টাইল সবসময়ই সেরা। তাই সপ্তমী থেকে দশমী আপনার সাজে থাকুক মিমির ছোঁয়া।
advertisement
3/10
সপ্তমীর রাত মানেই চুটিয়ে ঠাকুর দেখা। তাই মিমির মতো কুর্তি বেছে নিতে পারে। লাল রঙের পোশাক রাতের সাজে আনবে আলাদা মাত্রা।
advertisement
4/10
সপ্তমীর রাতে যদি শাড়ি পরতে চান, তবে ঘন নীল সিল্ক পরুন। ঘন নীল শাড়ির সঙ্গে গোলাপী ব্লাউজের জুটিতে মিমির মতো আপনার থেকেও চোখ ফেরাতে পারবে না কেউ।
advertisement
5/10
অষ্টমীর সকাল মানেই অঞ্জলি। গাঢ় গোলাপির সঙ্গে ঘিয়ে রঙের এই শাড়ি অষ্টমীর সকালের জন্য তাই আদর্শ। সাজ সম্পূর্ণ করতে মিমির মতো খোঁপায় ফুল দিতে ভুলবেন না।
advertisement
6/10
অষ্টমীর রাতেও সাদা আর লালের ছোঁয়া, তবে শাড়ি পরতেই পারেন অন্যকিছু। সাদা লালের লেহেঙ্গা পরতে পারেন। মেকআপেও যেন থাকে উজ্জ্বলতা।
advertisement
7/10
নবমীর সকালের সাজে যেন থাকে ফুলের স্নিগ্ধতা। মিমির মতোই কোনও হালকা রঙ্গের শাড়ি বেছে নিতে পারেন।
advertisement
8/10
নবমীর রাতেও চলবে প্যাণ্ডেল হপিং। তাই শাড়ি পরতে চাইলে এমন সবুজ রঙ বেছে নিতে পারেন। মিমির মতো সাজ রাখুন হাল্কা।
advertisement
9/10
দশমীর সকালে হবে সিঁদুর খেলা। সাদা শাড়ির চেনা ছক ভেঙে বেছে নিতে পরেন লাল শাড়ি। সাজেও থাকবে লালের আধিক্য।
advertisement
10/10
দশমীর রাত মানেই খানিকটা বিষাদ, আর শেষ বেলার আনন্দের মিশেল। আসছে বছর আবার হবের আশ্বাস। তাই আপনার সাজেও ছলকে পড়ুক শেষ বেলার আনন্দ। মিমির মতো ছিমছাম লুকে হয়ে উঠুন।