TRENDING:

পুজোর পাঁচদিনে ভুলবেন না এই পঞ্চকন্যাকে, দেবীর বিভিন্ন রূপে তাঁরা মাতিয়েছিলেন ছোটপর্দা!

Last Updated:
টিভির পর্দায় দেখা যায় এমন অনেক ধারাবাহিক যা সরাসরি সতী, পার্বতী, দুর্গা, কালী ইত্যাদি দেবীর নানা রূপের জয়গান করেছে। চলতি বছরের উৎসবের মরশুমে মনে করা যাক এমনই ৫ অভিনেত্রীর কথা, যাঁরা দেবীর নানা রূপে মাতিয়ে রেখেছিলেন দর্শককে।
advertisement
1/5
পুজোর পাঁচদিনে ভুলবেন না এই পঞ্চকন্যাকে, দেবীর রূপে তাঁরা মাতিয়েছিলেন ছোটপর্দা
মৌনি রায়। ২০১১ সাল থেকে ২০১৪ সাল- এই দীর্ঘ সময়ে দেবোঁ কে দেব মহাদেব ধারাবাহিকে দেবীর রূপে ধরা দিয়েছিলেন মৌনি রায়। অস্বীকার করার উপায় নেই- এই ধারাবাহিক তাঁর জনপ্রিয়তা প্রতিষ্ঠায় সাহায্য করেছিল অনেকটাই।photo source collected
advertisement
2/5
দলজিৎ কৌর। মা শক্তি। এই ধারাবাহিক একান্ত ভাবেই নিবেদিত ছিল দেবীর বহুবিশাল মাহাত্ম্যের প্রতি। আর সেখানেই দেবীর রূপে আমরা দেখেছিলাম দলজিৎ কৌরের অনবদ্য অভিনয়প্রতিভা। দলজিৎ নিজে অবশ্য কৃতিত্বের পুরোটাই নিবেদন করেছিলেন চিত্রনাট্যকারের খাতে।photo source collected
advertisement
3/5
ইন্দ্রাণী হালদার। দূরদর্শনে মহালয়ার সকালে মহিষাসুরমর্দিনী হোক বা জি বাংলার মহালয়ার অনুষ্ঠান বা হিন্দি ধারাবাহিক- ইন্দ্রাণী হালদারের অসামান্য অভিনয় সব ক্ষেত্রেই সুবিচার করেছে। দেবীর নানা রূপ সার্থক ভাবে ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি কোথায়?photo source collected
advertisement
4/5
সোনারিকা ভদোরিয়া। দেবোঁ কে দেব মহাদেব ধারাবাহিকে মৌনি রায় যখন অভিনয় করা বন্ধ করে দেন, তখন তাঁর জায়গায় নির্মাতারা নিয়ে আসেন সোনারিকাকে। এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন পার্বতীর চরিত্রে।photo source collected
advertisement
5/5
আকাঙ্ক্ষা পুরি। ধারাবাহিকের নাম বিঘ্নহর্তা গণেশ। কিন্তু ছেলের জীবন যে হেতু মাকে বাদ দিয়ে অসম্পূর্ণ, তাই এখানে দেবীর নানা রূপে সুন্দর অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন পুরি!photo source collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
পুজোর পাঁচদিনে ভুলবেন না এই পঞ্চকন্যাকে, দেবীর বিভিন্ন রূপে তাঁরা মাতিয়েছিলেন ছোটপর্দা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল