TRENDING:

Rishi Kaushik Real Name: বাংলায় এসে কেন বদলে ফেলেন নিজের নাম? ঋষি কৌশিকের আসল নাম কী? জানালেন নায়ক নিজেই!

Last Updated:
Rishi Kaushik Real Name: কলেজ পাশ করে কাজের সন্ধানে অসম থেকে কলকাতায় পাড়ি দেন ঋষি। সেই ২০০২ সালে। তার পর এই রাজ্যই তাঁর ঘরবাড়ি। কিন্তু এখনও তাঁর শিকড় পড়ে রয়েছে সেই অসমের মাটিতে।
advertisement
1/6
বাংলায় এসে কেন বদলে ফেলেন নিজের নাম? ঋষি কৌশিকের আসল নাম কী? জানালেন নায়ক নিজেই!
ঋষি কৌশিক। এই নামেই পরিচিত ‘ইষ্টি কুটুম’-এর নায়ক অর্চিষ্মান মুখোপাধ্যায়। একের পর এক বাংলা ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকের ঘরের ছেলেটি হয়ে গিয়েছেন তিনি।
advertisement
2/6
তবে জানেন কি, তিনি আসলে বাঙালি নন। তাঁর বাংলা শুনে অবশ্য সে কথা বোঝা প্রায় অসম্ভব। কিন্তু ঋষি আসলে অসমীয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন। অসমের তেজপুরে তাঁর বাড়ি।
advertisement
3/6
কলেজ পাশ করে কাজের সন্ধানে অসম থেকে কলকাতায় পাড়ি দেন ঋষি। সেই ২০০২ সালে। তার পর এই রাজ্যই তাঁর ঘরবাড়ি। কিন্তু এখনও তাঁর শিকড় পড়ে রয়েছে সেই অসমের মাটিতে।
advertisement
4/6
আর সেই অহমিয়া ছেলেটির ভাল নাম কিন্তু ঋষি নয়। আজ তিনি তাঁর ডাক নামেই পরিচিত বটে। কিন্তু তাঁর ভাল নাম কামাখ্যা কিঙ্কর কৌশিক। কিন্তু কেন এই নাম বদল?
advertisement
5/6
ডাক নামই তাঁর ভাল নাম হয়ে গেল কেন? নিউজ18 বাংলাকে অভিনেতা বললেন, ‘‘আসলে বাড়ির ডাক নামেই লোকে বেশি ডাকত। তাই ওই নামটিই এখন ভাল নাম হয়ে গিয়েছে।’’
advertisement
6/6
কামাখ্যা কিঙ্কর হোন বা ঋষি, তিনি সকলের প্রিয় অভিনেতা ছিলেন, থাকবেন। নামে কী বা আসে যায়!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rishi Kaushik Real Name: বাংলায় এসে কেন বদলে ফেলেন নিজের নাম? ঋষি কৌশিকের আসল নাম কী? জানালেন নায়ক নিজেই!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল